ময়মনসিংহ প্রতিনিধি : ‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ এই স্লোগানকে সামনে রেখে এবার ময়মনসিংহে এতিম শিশুদের মধ্যে নতুন পোশাক, সেমাই, চিনি, মেহেদী, পিঠা এবং কোরবানির জন্য খাসি বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন মোমেনশাহী বালিকা এতিমখানায় ৫০ জন শিশুর মধ্যে এসব উপহার সমগ্রী বিতরণ করেন ‘মুক্তির বন্ধন’ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে নতুন পোশাক ও খাসি পেয়ে দারুণ খুশি এতিম শিশু এবং প্রতিষ্ঠান পরিচালনকারীরা।
শিশু সুমাইয়া আক্তার বলেন, ‘ঈদের আগে এতো আনন্দ কোনো দিন করেনি। সকাল থেকে আপুরা হাতে মেহেদী লাগিয়ে দেয়ার পাশাপাশি পিঠা বানিয়ে খাওয়াচ্ছেন। নতুন জামা কাপড়ে পেয়েছি। হাতের চুরি গহনাসহ কোরবানি দেওয়ার জন্য খাসি দিয়েছেন তারা। এর চাইতে আমাদের আনন্দ আর কি হতে পারে?’
মোমেনশাহী বালিকা এতিমখানার তত্ত্বাবধায়ক মোজাম্মেল হোসেন বলেন, ‘সমাজের নানা শ্রেণি পেশার মানুষের অনুদানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এতিম শিশুরা এখানে বসবাস করে। ঈদকে সামনে রেখে মুক্তির বন্ধন ফাউন্ডেশন তাদের যে আনন্দ দিয়েছে তা বলা বাহুল্য। আশা করছি আমাদের প্রতি তাদের এমন সহযোগিতা অব্যাহত থাকবে।’
মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী শাহনাজ পারভীন নাবিলা বলেন, ‘এতিম শিশুদের কাছে এসে ওদের সঙ্গে কথা বলে আমরা আপ্লুত হয়েছি। নিজ হাতে ওদের মেহেদী দেওয়াসহ পিঠে বানিয়ে খাওয়াচ্ছি খুব ভালো লাগছে। আমরা আশার পর ওদের অভিভাবক নেই সেটি ভুলেই গেছে। আমরা সবসময় চেষ্টা করি অসহায়দের পাশে থেকে সহযোগিতা করার।’
ঈদে এতিম শিশুরা পেল নতুন জামা ও কোরবানির খাসি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ