ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ঈদে ইমরানের ‘ঘুম ঘুম চোখে’

  • আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় প্রকাশ পেতে যাচ্ছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন গান ‘ঘুম ঘুম চোখে’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। গানচিত্র আকারে এটি প্রকাশ পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ব্যানারে। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ইমরানকে ভেবেই গানটি লিখেছি। আমার কথার ওপর তিনি দারুণ সুর করেছেন। সত্যি বলতে, শ্রোতারা ইমরানের কণ্ঠে যেমন শুনতে চান, এতে সেই ফিল পাবেন। ইমরান বলেন, এ গানটির কথা ও সুর সবার ভালো লাগবে আশা করছি। এছাড়া উৎসবে শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করেন, এটি তেমনি বলতে পারি। প্রসঙ্গত, ঈদে রঙ্গন মিউজিক থেকে মাহতিম সাকিব, অবন্তি সিঁথি, ঝিলিক, চম্পা বনিক ও প্রিয়াংকা গোপের একটি করে গানচিত্র প্রকাশ পাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদে ইমরানের ‘ঘুম ঘুম চোখে’

আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় প্রকাশ পেতে যাচ্ছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন গান ‘ঘুম ঘুম চোখে’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। গানচিত্র আকারে এটি প্রকাশ পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ব্যানারে। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ইমরানকে ভেবেই গানটি লিখেছি। আমার কথার ওপর তিনি দারুণ সুর করেছেন। সত্যি বলতে, শ্রোতারা ইমরানের কণ্ঠে যেমন শুনতে চান, এতে সেই ফিল পাবেন। ইমরান বলেন, এ গানটির কথা ও সুর সবার ভালো লাগবে আশা করছি। এছাড়া উৎসবে শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করেন, এটি তেমনি বলতে পারি। প্রসঙ্গত, ঈদে রঙ্গন মিউজিক থেকে মাহতিম সাকিব, অবন্তি সিঁথি, ঝিলিক, চম্পা বনিক ও প্রিয়াংকা গোপের একটি করে গানচিত্র প্রকাশ পাবে।