বিনোদন ডেস্ক: প্রতিনিয়ত দেশে খুনের ঘটনা ঘটছে। সব খুন খুন হলেও সব খুনের গল্প এক হয়না। আবার সব খুনের গল্পে সিনেমা হয়না। শত শত খুনের ঘটনা থেকে তেমনই এক ব্যক্তিক্রমী খুনের গল্প এসেছে চৌকস পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’-এ। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরি বাঁধন।
তাদের অভিনীত ‘এশা মার্ডার’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল আজহায়। আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।
২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে ‘এশা মার্ডার’ সিনেমার গল্প। পরিচালক সানী সানোয়ার আগেই বলেছেন, কেসটি আমি সমাধান করেছিলাম, কিন্তু বেগ পেতে হয়েছিল। কর্ম জীবনে বহু খুন তদন্তের মাধ্যমে উদঘাটন করলেও এই ঘটনাটি বিশেষভাবে নাড়া দেয়। ২০১৮ থেকে ২০২৩ পাঁচ বছর সময় নিয়ে চিত্রনাট্য প্রস্তুত করেছেন নির্মাতা। এতে একজন নারী পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে। এশা নামেই এ ছবিতে অভিনয় করবেন পূজা ক্রুজ, যিনি ২০১৮ সালে ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় ছিলেন।
পরে অভিনয় শিখতে থিয়েটারে যুক্ত ছিলেন। পূজা বলেন, ভালো সিনেমা এবং গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এই সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে জেনে মনে হয়েছে আমি এই কাজটির অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস, এ সিনেমার মাধ্যমে বেস্ট অব দ্য বেস্ট মার্কস পাবো। বর্তমানে ডাবিং চলছে। আসন্ন ঈদুল আযহায় ছবিটি মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমা সংশ্লিষ্ঠরা জানান, এটি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। খুনের রহস্যের মধ্যেও ভরপুর বিনোদন থাকবে, থাকবে একাধিক গান।