ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ঈদের নাটকে চঞ্চল চৌধুরীর ছেলে

  • আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : অভিনেতা চঞ্চল চৌধুরীকে অনুসরণ করে তার ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধও নাম লেখালো অভিনয়ে। ‘সুশীল ফেমেলি’ নামে একটি ঈদের নাটকে ক্যামেরার সামনে দাড়াল ১২ বছর বয়সী শুদ্ধ; প্রথম নাটকে সহশিল্পী হিসেবে বাবা চঞ্চল চৌধুরীকে পেয়েছে সে। অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিকিৎসক শান্তা চৌধুরী দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ রাজধানীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। আগে থেকেই অভিনয়ে আগ্রহ ছিল শুদ্ধর; সোমবার মায়ের সঙ্গে শুটিং দেখতে গিয়ে ঘটনাক্রমে তার অভিষেক হল টিভি নাটকে। শহর থেকে গ্রামে বেড়াতে আসা এক কিশোরের ভূমিকায় দেখা যাবে শুদ্ধকে।
চঞ্চল চৌধুরী বলেন, “শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে; তারপর তো অভিনয়। “চঞ্চল চৌধুরীর ছেলে বলে ক্যামেরার সামনে দাঁড়িয়েই যে খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়ত এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে। শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশি।” বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় এ নাটকে চঞ্চল চৌধুরী ছাড়াও বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা, বৃন্দাবন-খুশি দম্পতি দুই ছেলে দিব্য ও সৌম্য অভিনয় করেছেন। এবার রোজার ঈদে গাজী টিভিতে দেখানো হবে নাটকটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঈদের নাটকে চঞ্চল চৌধুরীর ছেলে

আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

বিনোদন প্রতিবেদক : অভিনেতা চঞ্চল চৌধুরীকে অনুসরণ করে তার ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধও নাম লেখালো অভিনয়ে। ‘সুশীল ফেমেলি’ নামে একটি ঈদের নাটকে ক্যামেরার সামনে দাড়াল ১২ বছর বয়সী শুদ্ধ; প্রথম নাটকে সহশিল্পী হিসেবে বাবা চঞ্চল চৌধুরীকে পেয়েছে সে। অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিকিৎসক শান্তা চৌধুরী দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ রাজধানীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। আগে থেকেই অভিনয়ে আগ্রহ ছিল শুদ্ধর; সোমবার মায়ের সঙ্গে শুটিং দেখতে গিয়ে ঘটনাক্রমে তার অভিষেক হল টিভি নাটকে। শহর থেকে গ্রামে বেড়াতে আসা এক কিশোরের ভূমিকায় দেখা যাবে শুদ্ধকে।
চঞ্চল চৌধুরী বলেন, “শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে; তারপর তো অভিনয়। “চঞ্চল চৌধুরীর ছেলে বলে ক্যামেরার সামনে দাঁড়িয়েই যে খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়ত এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে। শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশি।” বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় এ নাটকে চঞ্চল চৌধুরী ছাড়াও বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা, বৃন্দাবন-খুশি দম্পতি দুই ছেলে দিব্য ও সৌম্য অভিনয় করেছেন। এবার রোজার ঈদে গাজী টিভিতে দেখানো হবে নাটকটি।