ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

ঈদের ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা বগি, টিকেট কিনতে লাগবে পরিচয়পত্র

  • আপডেট সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বার ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে। গতকাল বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বাংলাদেশে বাসে নারীদের জন্য আসন সংরক্ষিত থাকলেও ট্রেনে নারীদের জন্য এই ধরনের বন্দোবস্ত এটাই প্রথম। ঈদের ভিড়ে নারীদের দুর্ভোগ লাঘবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। এবার ঈদে ট্রেন টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ৬ জোড়া ট্রেন চলবে। আর যাত্রীর চাপ সামলাতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী বলেন, “এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু মহিলা যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে।” এর কারণ দেখিয়ে তিনি মন্ত্রী বলেন, “মহিলা, প্রতিবন্ধী ও অনেক স্কুল কলেজের ছাত্রী ঈদের সময় যাতায়াত করেন। তাদের অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য আমরা এই ব্যবস্থা করেছি।” এক প্রশ্নের জবাবে সুজন বলেন, নারীদের জন্য নির্দিষ্ট সেই কোচে কোনো পুরুষ যাত্রী উঠতে পারবে না। তবে নারীরা ট্রেনের অন্য কোচেও উঠতে পারবে। এটা সব সময়ের জন্য কি না- এ প্রশ্নে মন্ত্রী বলেন, “আপাতত আমরা এই ব্যবস্থা ঈদকেন্দ্রিক শুধু রেখেছি। চেষ্টা করব এই সুবিধাগুলো সবসময় রাখার।”
এই সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ, প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।
ট্রেনের টিকেট কিনতে দেখাতে হবে সবার পরিচয়পত্র : ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ, এবার প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।
অর্থাৎ, কেউ যদি তার পরিবারের চার সদস্যের জন্য টিকেট কিনতে যান, তাকে চারজনের পরিচয়পত্রই দেখাতে হবে, আগের মত একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকেট মিলবে না। ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি নিয়ে বুধবার রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এ নিয়মের কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, “টিকেট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। একজন চারটি টিকেট কিনতে পারবে, সেক্ষেত্রে অন্য তিনজনের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ অথবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো আইডিকার্ড দেখাতে হবে।” একজনের পরিচয়পত্র দিয়ে কেনা টিকেটে অন্য কেউ ভ্রমণ করতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, “এবার আমরা ‘টিকেট যার ভ্রমণ তার’ স্লোগান নিয়ে টিকেট বিক্রি শুরু করেছি। এই স্লোগান বাস্তবায়নে টিকেট ক্রয়ের ক্ষেত্রে সম্মানিত যাত্রীদের এনআইডি বা জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকেট ক্রয় করতে হবে। “একজনের পরিচয়পত্র দিয়ে টিকেট কেটে অন্য কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তার টিকেট বাতিল বলে গণ্য হবে। জরিমানা গুণতে হবে।”
কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এনআইডি কার্ড ছাড়া টিকেট নেওয়ার কোনো সুযোগ নেই।” এখন অনলাইনে টিকেট কিনতে হলে এনআইডি নম্বর দিয়েই নিবন্ধন করতে হয়। এবং কেউ নিবন্ধন করলে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারেন। অনলাইনে কীভাবে বাকি তিনজনের পরিচয়পত্র দেখা হবে জানতে চাইলে একজন রেল কর্মকর্তা বলেন, “অনলাইনে টিকেট কিনলেও যাত্রার আগে কাউন্টার থেকে প্রিন্টেড টিকেট সংগ্রহ করতে হয়। তখন পরিচয়পত্র দেখা হবে।” এর আগে ২০২০ সালে রেলওয়ের এক গণবিজ্ঞপ্তিতে যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছিল। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় অনেকের ভ্রমণ বাতিল করা হয়। পরে ওই নিয়ম তুলে নেওয়া হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা বগি, টিকেট কিনতে লাগবে পরিচয়পত্র

আপডেট সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : বার ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে। গতকাল বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বাংলাদেশে বাসে নারীদের জন্য আসন সংরক্ষিত থাকলেও ট্রেনে নারীদের জন্য এই ধরনের বন্দোবস্ত এটাই প্রথম। ঈদের ভিড়ে নারীদের দুর্ভোগ লাঘবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। এবার ঈদে ট্রেন টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ৬ জোড়া ট্রেন চলবে। আর যাত্রীর চাপ সামলাতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী বলেন, “এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু মহিলা যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে।” এর কারণ দেখিয়ে তিনি মন্ত্রী বলেন, “মহিলা, প্রতিবন্ধী ও অনেক স্কুল কলেজের ছাত্রী ঈদের সময় যাতায়াত করেন। তাদের অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য আমরা এই ব্যবস্থা করেছি।” এক প্রশ্নের জবাবে সুজন বলেন, নারীদের জন্য নির্দিষ্ট সেই কোচে কোনো পুরুষ যাত্রী উঠতে পারবে না। তবে নারীরা ট্রেনের অন্য কোচেও উঠতে পারবে। এটা সব সময়ের জন্য কি না- এ প্রশ্নে মন্ত্রী বলেন, “আপাতত আমরা এই ব্যবস্থা ঈদকেন্দ্রিক শুধু রেখেছি। চেষ্টা করব এই সুবিধাগুলো সবসময় রাখার।”
এই সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ, প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।
ট্রেনের টিকেট কিনতে দেখাতে হবে সবার পরিচয়পত্র : ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ, এবার প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।
অর্থাৎ, কেউ যদি তার পরিবারের চার সদস্যের জন্য টিকেট কিনতে যান, তাকে চারজনের পরিচয়পত্রই দেখাতে হবে, আগের মত একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকেট মিলবে না। ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি নিয়ে বুধবার রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এ নিয়মের কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, “টিকেট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। একজন চারটি টিকেট কিনতে পারবে, সেক্ষেত্রে অন্য তিনজনের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ অথবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো আইডিকার্ড দেখাতে হবে।” একজনের পরিচয়পত্র দিয়ে কেনা টিকেটে অন্য কেউ ভ্রমণ করতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, “এবার আমরা ‘টিকেট যার ভ্রমণ তার’ স্লোগান নিয়ে টিকেট বিক্রি শুরু করেছি। এই স্লোগান বাস্তবায়নে টিকেট ক্রয়ের ক্ষেত্রে সম্মানিত যাত্রীদের এনআইডি বা জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকেট ক্রয় করতে হবে। “একজনের পরিচয়পত্র দিয়ে টিকেট কেটে অন্য কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তার টিকেট বাতিল বলে গণ্য হবে। জরিমানা গুণতে হবে।”
কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এনআইডি কার্ড ছাড়া টিকেট নেওয়ার কোনো সুযোগ নেই।” এখন অনলাইনে টিকেট কিনতে হলে এনআইডি নম্বর দিয়েই নিবন্ধন করতে হয়। এবং কেউ নিবন্ধন করলে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারেন। অনলাইনে কীভাবে বাকি তিনজনের পরিচয়পত্র দেখা হবে জানতে চাইলে একজন রেল কর্মকর্তা বলেন, “অনলাইনে টিকেট কিনলেও যাত্রার আগে কাউন্টার থেকে প্রিন্টেড টিকেট সংগ্রহ করতে হয়। তখন পরিচয়পত্র দেখা হবে।” এর আগে ২০২০ সালে রেলওয়ের এক গণবিজ্ঞপ্তিতে যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছিল। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় অনেকের ভ্রমণ বাতিল করা হয়। পরে ওই নিয়ম তুলে নেওয়া হয়।