ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ঈদের কেনাকাটায় বেরিয়ে লরিচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

  • আপডেট সময় : ১২:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : স্ত্রীসহ পাঁচ বছর ও নয় বছরের দুই ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে মার্কেটে যাচ্ছিলেন আবু সালেহ (৩৮)। তাদের বহনকারী রিকশাকে লরি ধাক্কা দিলে চারজনই ছিচকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালেহ ও তার নয় মাস বয়সী শিশুসন্তান সুমিতের। সালেহর স্ত্রী মনিরা আক্তার ও আরেক শিশুসন্তান মাহিন গুরুতর আহত হয়।
বন্দনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বিপণিকেন্দ্রের সামনে গতকাল শনিবার বেলা ১১টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল বশর। ওসি বশর বলেন, ‘রিকশার আরোহী একটি পরিবারকে লরি চাপা দিলে বাবা ও এক ছেলে নিহত নিহত ও অপর এক ছেলে আহত হয়। লরি ও এর চালককে আটক করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি রিকশা আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতকে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবু সালেহ একজন ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তিনি বন্দরটিলা এলাকার আকমল আলী রোডের মনির বিল্ডিংয়ে পরিবার নিয়ে থাকতেন। তাদের গ্রামের বাড়ি বড়গুনার পাথরঘাটায়।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে, চালকসহ নিহত ৩ : এদিকে কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২), একই এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)। ওসি আবুল হাসিম বলেন, ট্রাক্টরচালক দুই হেলপার নিয়ে আশা ব্রিকফিল্ডের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে মোচাগাড়া দরিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ তারা তিনজন মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

ঈদের কেনাকাটায় বেরিয়ে লরিচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট সময় : ১২:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : স্ত্রীসহ পাঁচ বছর ও নয় বছরের দুই ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে মার্কেটে যাচ্ছিলেন আবু সালেহ (৩৮)। তাদের বহনকারী রিকশাকে লরি ধাক্কা দিলে চারজনই ছিচকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালেহ ও তার নয় মাস বয়সী শিশুসন্তান সুমিতের। সালেহর স্ত্রী মনিরা আক্তার ও আরেক শিশুসন্তান মাহিন গুরুতর আহত হয়।
বন্দনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বিপণিকেন্দ্রের সামনে গতকাল শনিবার বেলা ১১টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল বশর। ওসি বশর বলেন, ‘রিকশার আরোহী একটি পরিবারকে লরি চাপা দিলে বাবা ও এক ছেলে নিহত নিহত ও অপর এক ছেলে আহত হয়। লরি ও এর চালককে আটক করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি রিকশা আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতকে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবু সালেহ একজন ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তিনি বন্দরটিলা এলাকার আকমল আলী রোডের মনির বিল্ডিংয়ে পরিবার নিয়ে থাকতেন। তাদের গ্রামের বাড়ি বড়গুনার পাথরঘাটায়।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে, চালকসহ নিহত ৩ : এদিকে কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২), একই এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)। ওসি আবুল হাসিম বলেন, ট্রাক্টরচালক দুই হেলপার নিয়ে আশা ব্রিকফিল্ডের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে মোচাগাড়া দরিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ তারা তিনজন মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।