ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঈদের আনন্দে ‘টাক কোনো সমস্যা না’

  • আপডেট সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নাটক-সিনেমায় জুটি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বিশ্বজুড়ে অনেক হিট নায়ক-নায়িকা জুটি, নায়ক-পরিচালক বা নায়িকা-পরিচালক জুটি রয়েছে যারা একসঙ্গে হলেই ম্যাজিক দেখান। অনেক সময় দেখা যায় নায়ক-নায়িকার সঙ্গে পরিচালক, তিনজনের জুটিও বেশ জমজমাট। দেশীয় নাটকেও এমন একটি জুটি নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও পরিচালক জুলফিকার ইসলাম শিশির। তিনজন মিলে কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। আবারও তারা একসঙ্গে ফিরছেন নতুন নাটক নিয়ে। এ নাটকের নাম ‘টাক কোনো সমস্যা না’। নাটকটির গল্প রচনা করেছেন রিদ্ধ শরীফ। আগামী রোজা ঈদে প্রচারের জন্য শিশির এই নাটকটি নির্মাণ করেছেন।

নাটকটি নিয়ে নিলয় বলেন, ‘শিশির বেশ গুছিয়ে কাজ করে। আমার কাছে ভালো লাগে এটা। কাজ নিয়ে শিশিরের চিন্তা ভাবনা বা স্টাইলও আমার পছন্দের। যে কারণে শিশিরের নির্দেশনায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর ‘টাক কোনো সমস্যা না’ নাটকের গল্পটা বেশ উপভোগ্য হবে। ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে নাটকটি।’ হিমিও ভালো ফিডব্যাকের প্রত্যাশী নাটকটি নিয়ে। তিনি বলেন, ‘সবসময় আমি ও নিলয় গ্ল্যামারাস নাটকে অভিনয় করি। যেমন বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, ভার্সিটি গোয়িং স্টুডেন্ট বা স্বামী স্ত্রীর চরিত্র পাই। এই ধারা থেকে আমরা একটু বের হবার চেষ্টা করছি আমরা এই নাটকে। দর্শক পছন্দ করবেন নাটকটা।’ এর আগে শিশিরের নির্দেশনায় নিলয় ও হিমি অভিনীত আলোচিত নাটকের মধ্যে ‘সাইলেন্ট জামাই’ ও ‘পড়বো না বিয়ে করবো’ অন্যতম।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঈদের আনন্দে ‘টাক কোনো সমস্যা না’

আপডেট সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: নাটক-সিনেমায় জুটি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বিশ্বজুড়ে অনেক হিট নায়ক-নায়িকা জুটি, নায়ক-পরিচালক বা নায়িকা-পরিচালক জুটি রয়েছে যারা একসঙ্গে হলেই ম্যাজিক দেখান। অনেক সময় দেখা যায় নায়ক-নায়িকার সঙ্গে পরিচালক, তিনজনের জুটিও বেশ জমজমাট। দেশীয় নাটকেও এমন একটি জুটি নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও পরিচালক জুলফিকার ইসলাম শিশির। তিনজন মিলে কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। আবারও তারা একসঙ্গে ফিরছেন নতুন নাটক নিয়ে। এ নাটকের নাম ‘টাক কোনো সমস্যা না’। নাটকটির গল্প রচনা করেছেন রিদ্ধ শরীফ। আগামী রোজা ঈদে প্রচারের জন্য শিশির এই নাটকটি নির্মাণ করেছেন।

নাটকটি নিয়ে নিলয় বলেন, ‘শিশির বেশ গুছিয়ে কাজ করে। আমার কাছে ভালো লাগে এটা। কাজ নিয়ে শিশিরের চিন্তা ভাবনা বা স্টাইলও আমার পছন্দের। যে কারণে শিশিরের নির্দেশনায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর ‘টাক কোনো সমস্যা না’ নাটকের গল্পটা বেশ উপভোগ্য হবে। ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে নাটকটি।’ হিমিও ভালো ফিডব্যাকের প্রত্যাশী নাটকটি নিয়ে। তিনি বলেন, ‘সবসময় আমি ও নিলয় গ্ল্যামারাস নাটকে অভিনয় করি। যেমন বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, ভার্সিটি গোয়িং স্টুডেন্ট বা স্বামী স্ত্রীর চরিত্র পাই। এই ধারা থেকে আমরা একটু বের হবার চেষ্টা করছি আমরা এই নাটকে। দর্শক পছন্দ করবেন নাটকটা।’ এর আগে শিশিরের নির্দেশনায় নিলয় ও হিমি অভিনীত আলোচিত নাটকের মধ্যে ‘সাইলেন্ট জামাই’ ও ‘পড়বো না বিয়ে করবো’ অন্যতম।