ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

ঈদের আগেই কর্মীদের বেতন-বোনাস দিন: জিএম কাদের

  • আপডেট সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বেতন ও বোনাস কর্মজীবী মানুষের অধিকার জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘পবিত্র ঈদুল আজহার আগেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সব বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমূখর হয়ে ওঠে, সেজন্য দাত্বিশীলদের আন্তরিক হতে হবে।’
শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানি ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সবাইকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। এ কারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত। তাই ঈদের আগে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও বোনাসসহ সব পাওনা পরিশোধ জরুরি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগেই কর্মীদের বেতন-বোনাস দিন: জিএম কাদের

আপডেট সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : বেতন ও বোনাস কর্মজীবী মানুষের অধিকার জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘পবিত্র ঈদুল আজহার আগেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সব বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমূখর হয়ে ওঠে, সেজন্য দাত্বিশীলদের আন্তরিক হতে হবে।’
শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানি ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সবাইকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। এ কারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত। তাই ঈদের আগে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও বোনাসসহ সব পাওনা পরিশোধ জরুরি।’