নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট ১৫ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে পাওয়া যাবে। ওইদিন ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হবে। বিআরটিএর নির্ধারিত ভাড়ায় অগ্রিম টিকিট সংগহ করতে পারবেন যাত্রীরা।
গতকাল সোমবার বাস মালিকদের সভায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ। শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপক শোভন কুমার কাজল ঢাকা টাইমসকে বলেন, শুক্রবার সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারগুলো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। চার্টের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না।’ বাস মালিকদের সভা সূত্রে জানা গেছে, ঈদযাত্রায় যাত্রী ভোগান্তি যেন না হয় আর শিডিউল বিপর্যয় রুখতে কিছু গাড়ি রিজার্ভ রাখার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীর চাপ ও সড়কের অবস্থা বুঝে প্রয়োজনে বাসগুলি চালানো হবে।
ঈদের ট্রেনের আগাম টিকেট ২৩ এপ্রিল থেকে : রোজার ঈদ সামনে রেখে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে; কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকেট কেনা যাবে। বাংলাদেশ রেলওয়ে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকেট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকেট।
চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকেট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকেট। আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের আগাম টিকেট বিক্রি হবে ১ মে। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকেট ফেরত নেওয়া হবে না। স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকেট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত। আর অনলাইনে টিকেট পাওয়া যাবে সকাল ৬টা থেকে। রেলওয়ে জানিয়েছে, এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে। ঈদের আগে ঢাকা-কলকতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন ও বগি দিয়ে ‘খুলনা স্পেশাল’ নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে। যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদযাত্রায় শুক্রবার থেকে বাসের আগাম টিকিট, ২৩ এপ্রিল থেকে ট্রেনের
জনপ্রিয় সংবাদ