ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ই-ক্যাব নির্বাচনে ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা

  • আপডেট সময় : ১০:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)নির্বাচন আগামী ১৮ জুন। এবারের নির্বাচনে (২০২২-২৪ মেয়াদে) তিনটি প্যানেল অংশ নিচ্ছে। অগ্রগামী ও দ্য চেঞ্জ মেকার্স প্যানেল দুটি এরই মধ্যে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে। সর্বশেষ গত সোমবার (১৩ জুন) রাতে ঐক্য প্যানেল তাদের ইশতেহার প্রকাশ করে। এ উপলক্ষে রাজধানীর গুলশানের হোটেল শেরাটনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐক্য প্যানেলের টিম লিডার প্রকৌশলী আব্দুল আজিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তিনি তার টিমের ভাবনা ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন—সাজ্জাদুল ইসলাম (ক্রাফটসম্যান সলিউশন), তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক লিমিটেড), সেলিম শেখ (নূরতাজ ডট কম বিডি), সামদানি তাব্রীজ (র‌্যাপিডো ডেলিভারিস), ইঞ্জিনিয়ার তৌহিদা হায়দার রিমা (মেনসেন মিডিয়া), আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার) এবং ছোফায়েত মাহমুদ লিখন (কোরিয়ান মার্ট বিডি)। ঐক্য প্যানেলের টিম লিডার প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, আগামী দুই বছরের জন্য আমাদের মূল লক্ষ্য থাকবে, ই-কমার্সের বাজার সম্প্রসারণের পাশাপাশি উদ্যোক্তা, বিনিয়োগ, তথ্য ও প্রশিক্ষণ প্রাপ্তি সহজ করা এবং ই-কমার্সবান্ধব আইন, বাজেট ও নীতি প্রণয়নে জোরালো ভূমিকা পালন করা। ঐক্য প্যানেলের ইশতেহারে রয়েছে: ১. সুসংগঠিত ই-ক্যাব,২. ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ৩. উদ্যোক্তা সুরক্ষা ও বিনিয়োগ, ৪. গ্রামীণ ই-কমার্স ও প্রান্তিক ডেলিভারি সেবা, ৫. ই-ট্যুরিজম ও সেবাভিত্তিক ই-কমার্স খাতের উন্নয়ন,৬. ই-কমার্সবান্ধব নীতি, নির্দেশিকা, আইন ও বিধি তৈরিতে কার্যকর ভূমিকা পালন,৭. ক্রস বর্ডার ই-কমার্স, ৮. ই-কমার্সের বাজার সম্প্রসারণ। এছাড়া প্যানেলটি ১৬টি পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ই-ক্যাব নির্বাচনে ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ১০:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

প্রযুক্তি ডেস্ক : ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)নির্বাচন আগামী ১৮ জুন। এবারের নির্বাচনে (২০২২-২৪ মেয়াদে) তিনটি প্যানেল অংশ নিচ্ছে। অগ্রগামী ও দ্য চেঞ্জ মেকার্স প্যানেল দুটি এরই মধ্যে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে। সর্বশেষ গত সোমবার (১৩ জুন) রাতে ঐক্য প্যানেল তাদের ইশতেহার প্রকাশ করে। এ উপলক্ষে রাজধানীর গুলশানের হোটেল শেরাটনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐক্য প্যানেলের টিম লিডার প্রকৌশলী আব্দুল আজিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তিনি তার টিমের ভাবনা ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন—সাজ্জাদুল ইসলাম (ক্রাফটসম্যান সলিউশন), তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক লিমিটেড), সেলিম শেখ (নূরতাজ ডট কম বিডি), সামদানি তাব্রীজ (র‌্যাপিডো ডেলিভারিস), ইঞ্জিনিয়ার তৌহিদা হায়দার রিমা (মেনসেন মিডিয়া), আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার) এবং ছোফায়েত মাহমুদ লিখন (কোরিয়ান মার্ট বিডি)। ঐক্য প্যানেলের টিম লিডার প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, আগামী দুই বছরের জন্য আমাদের মূল লক্ষ্য থাকবে, ই-কমার্সের বাজার সম্প্রসারণের পাশাপাশি উদ্যোক্তা, বিনিয়োগ, তথ্য ও প্রশিক্ষণ প্রাপ্তি সহজ করা এবং ই-কমার্সবান্ধব আইন, বাজেট ও নীতি প্রণয়নে জোরালো ভূমিকা পালন করা। ঐক্য প্যানেলের ইশতেহারে রয়েছে: ১. সুসংগঠিত ই-ক্যাব,২. ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ৩. উদ্যোক্তা সুরক্ষা ও বিনিয়োগ, ৪. গ্রামীণ ই-কমার্স ও প্রান্তিক ডেলিভারি সেবা, ৫. ই-ট্যুরিজম ও সেবাভিত্তিক ই-কমার্স খাতের উন্নয়ন,৬. ই-কমার্সবান্ধব নীতি, নির্দেশিকা, আইন ও বিধি তৈরিতে কার্যকর ভূমিকা পালন,৭. ক্রস বর্ডার ই-কমার্স, ৮. ই-কমার্সের বাজার সম্প্রসারণ। এছাড়া প্যানেলটি ১৬টি পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেছে।