ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান

  • আপডেট সময় : ০৭:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রোববার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধির যুক্তির জবাবে, সের্গেই ল্যাভরভ বলেছিলেন, অবিলম্বে শক্তির ব্যবহার বন্ধ হওয়া জরুরি এবং রক্তপাত রোধ করতে সব পক্ষের রাজনৈতিক সংলাপে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেন। এর পরদিনই হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চলে হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় বেসামরিক নাগরিকসহ এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রসহ বিদেশি জাহাজে গোষ্ঠীটির হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হামলা আরো কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হুথিরাও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান

আপডেট সময় : ০৭:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রোববার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধির যুক্তির জবাবে, সের্গেই ল্যাভরভ বলেছিলেন, অবিলম্বে শক্তির ব্যবহার বন্ধ হওয়া জরুরি এবং রক্তপাত রোধ করতে সব পক্ষের রাজনৈতিক সংলাপে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেন। এর পরদিনই হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চলে হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় বেসামরিক নাগরিকসহ এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রসহ বিদেশি জাহাজে গোষ্ঠীটির হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হামলা আরো কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হুথিরাও।