ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ইয়েমেনে সৌদি ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০

  • আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী। হামলায় কমপক্ষে ৩০ সেনা নিহত হয়েছেন । আহত হন অন্তত ৬০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল রবিবার দেশটির সরকার নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল-আনাদ সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এমন দাবি করেছেন মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব।
স্থানীয় সময় গতকাল রবিবার সকালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আছড়ে পড়ে। সৈন্যরা অনুশীলন করছিলেন বলে জানিয়েছে সৌদি জোট। হতাহতের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন মুখপাত্র নাকিব।
হামলার পরই ঘাঁটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরও হামলার আশঙ্কায় সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে অন্য জায়গা নিয়ে গেছেন। হামলার বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি হুথি বিদ্রোহীরা।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট হাদি সৌদির আশ্রয়ে রয়েছেন।
দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে দেশটির লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। চলমান যুদ্ধের কবলে পড়ে মারা গেছেন বহু বেসামরিক নাগরিক।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়েমেনে সৌদি ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০

আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী। হামলায় কমপক্ষে ৩০ সেনা নিহত হয়েছেন । আহত হন অন্তত ৬০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল রবিবার দেশটির সরকার নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল-আনাদ সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এমন দাবি করেছেন মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব।
স্থানীয় সময় গতকাল রবিবার সকালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আছড়ে পড়ে। সৈন্যরা অনুশীলন করছিলেন বলে জানিয়েছে সৌদি জোট। হতাহতের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন মুখপাত্র নাকিব।
হামলার পরই ঘাঁটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরও হামলার আশঙ্কায় সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে অন্য জায়গা নিয়ে গেছেন। হামলার বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি হুথি বিদ্রোহীরা।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট হাদি সৌদির আশ্রয়ে রয়েছেন।
দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে দেশটির লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। চলমান যুদ্ধের কবলে পড়ে মারা গেছেন বহু বেসামরিক নাগরিক।