ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ইয়েমেনে সরকার-সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ১০০

  • আপডেট সময় : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব শহরে দেশটির সরকার-সমর্থিত বাহিনীর সদস্যদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে আরও ১০০ জন নিহত হয়েছেন। গত বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি জোটটি সরকারের শেষ উত্তরাঞ্চলীয় দুর্গ মারিবের ওপর হামলা বাড়িয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, হামলায় গত দুই দিনে ৬৮ জন হুতি বিদ্রোহী ও ৩২ জন সমর্থক নিহত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে মারিব শহর দখলে তৎপর হয় হুতি বিদ্রোহীরা। তেলসম্পদ ও নিজেদের শক্তি বাড়াতে তারা এ তৎপরতা চালাচ্ছে। বিদ্রোহীগোষ্ঠী নিয়ন্ত্রিত সানা রাজধানীর ১২০ কিলোমিটার পূর্বে মারিব অবস্থিত। ২০১৪ সাল থেকে চলা ইয়েমেনে সরকার ও হুতিদের মধ্যে লড়াইয়ে এ পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক।
সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়েমেনে সরকার-সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ১০০

আপডেট সময় : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব শহরে দেশটির সরকার-সমর্থিত বাহিনীর সদস্যদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে আরও ১০০ জন নিহত হয়েছেন। গত বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি জোটটি সরকারের শেষ উত্তরাঞ্চলীয় দুর্গ মারিবের ওপর হামলা বাড়িয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, হামলায় গত দুই দিনে ৬৮ জন হুতি বিদ্রোহী ও ৩২ জন সমর্থক নিহত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে মারিব শহর দখলে তৎপর হয় হুতি বিদ্রোহীরা। তেলসম্পদ ও নিজেদের শক্তি বাড়াতে তারা এ তৎপরতা চালাচ্ছে। বিদ্রোহীগোষ্ঠী নিয়ন্ত্রিত সানা রাজধানীর ১২০ কিলোমিটার পূর্বে মারিব অবস্থিত। ২০১৪ সাল থেকে চলা ইয়েমেনে সরকার ও হুতিদের মধ্যে লড়াইয়ে এ পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক।
সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে।