ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ইয়েমেনে তুমুল লড়াইয়ে সরকারি বাহিনী ও হুথির ১৪০ যোদ্ধা নিহত

  • আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনী ও সশস্ত্র হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাতে ১৪০ জনের বেশি নিহত হয়েছেন। চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় কৌশলগত মারিব শহর সংঘর্ষের এ হতাহতের ঘটনা ঘটে। গত শুক্রবার এমন খবর জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী এবং স্বাস্থ্য দফতর।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে জানা গেছে, গত চারদিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা প্রাণ হারান। উভয়পক্ষের যুদ্ধে ইরান সমর্থিত ৯৩ হুথি বিদ্রোহীও নিহত হন। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও হুথি বিদ্রোহীদের পক্ষ তাদের সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী।
২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়েমেনে তুমুল লড়াইয়ে সরকারি বাহিনী ও হুথির ১৪০ যোদ্ধা নিহত

আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনী ও সশস্ত্র হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাতে ১৪০ জনের বেশি নিহত হয়েছেন। চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় কৌশলগত মারিব শহর সংঘর্ষের এ হতাহতের ঘটনা ঘটে। গত শুক্রবার এমন খবর জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী এবং স্বাস্থ্য দফতর।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে জানা গেছে, গত চারদিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা প্রাণ হারান। উভয়পক্ষের যুদ্ধে ইরান সমর্থিত ৯৩ হুথি বিদ্রোহীও নিহত হন। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও হুথি বিদ্রোহীদের পক্ষ তাদের সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী।
২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।