ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত অন্তত ৬

  • আপডেট সময় : ১২:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। গত রোববার (১০ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে গভর্নরের গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, রোববার এডেনে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালিম আল-সুকাত্রি। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনে চালানো রোববারের এই হামলায় ছয় জন নিহত হয়েছেন। নিহতরা গভর্নর আহমেদ লামলাসের সফরসঙ্গী ছিলেন। এছাড়া হামলায় কমপক্ষে আরও সাতজন পথচারী আহত হয়েছেন।
এদিকে স্থানীয় সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে গভর্নর আহমেদ লামলাসের প্রেস সেক্রেটারি ও ফটোগ্রাফার রয়েছেন। এছাড়া গভর্নরের নিরাপত্তা প্রধানসহ সফরসঙ্গীদের মধ্যে চতুর্থ আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একজন বেসামরিক পথচারীও রয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত অন্তত ৬

আপডেট সময় : ১২:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। গত রোববার (১০ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে গভর্নরের গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, রোববার এডেনে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালিম আল-সুকাত্রি। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনে চালানো রোববারের এই হামলায় ছয় জন নিহত হয়েছেন। নিহতরা গভর্নর আহমেদ লামলাসের সফরসঙ্গী ছিলেন। এছাড়া হামলায় কমপক্ষে আরও সাতজন পথচারী আহত হয়েছেন।
এদিকে স্থানীয় সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে গভর্নর আহমেদ লামলাসের প্রেস সেক্রেটারি ও ফটোগ্রাফার রয়েছেন। এছাড়া গভর্নরের নিরাপত্তা প্রধানসহ সফরসঙ্গীদের মধ্যে চতুর্থ আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একজন বেসামরিক পথচারীও রয়েছেন।