ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করল সৌদি জোট

  • আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করেছে। ট্যাংকারটিতে কয়েক হাজার টন তেল রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে সৌদি জোট দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল। ‘ফস পাওয়ার’ নামের এ তেল ট্যাংকারটি জাতিসংঘের অনুমোদন নিয়ে ইয়েমেনে জ্বালানির নিয়ে যাচ্ছিল কিন্তু হুদায়দা বন্দরের কাছে পৌঁছানোর পর সৌদি জোট জাহাজটিকে বন্দরে ভিড়তে বাধা দেয়। ইয়েমেনের জাতীয় তেল কোম্পানির মুখপাত্র ইসাম আল-মুতাওয়াকিল এ তথ্য জানিয়েছেন। হুদায়দা বন্দর
তিনি ইয়েমেনের আল অহেদ নিউজ ওয়েবসাইটকে বলেন, “সৌদি জোট যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছেন, তারা ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করেছে যাতে ৩০ হাজার ১৪৮ টন জ্বালানি তেল বহন করা হচ্ছিল। জাতিসংঘের অনুমোদন থাকার পরও জাহাজটিকে সৌদি জোট হুদায়দা বন্দরে প্রবেশ করতে দেয় নি।” মঙ্গলবারও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। ওই দিন ২৩ হাজার ৯২০ টন জ্বালানি তেল নিয়ে হুদায়দা বন্দরের দিকে যাওয়া প্রিন্সেস হালিমা নামের একটি ট্যাংকারকে বন্দরে ভিড়তে দেয়নি সৌদি জোট। অথচ জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে জাহাজের মাধ্যমে ইয়েমেনে জ্বালানি তেল সরবরাহের নিশ্চয়তা দেয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করল সৌদি জোট

আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করেছে। ট্যাংকারটিতে কয়েক হাজার টন তেল রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে সৌদি জোট দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল। ‘ফস পাওয়ার’ নামের এ তেল ট্যাংকারটি জাতিসংঘের অনুমোদন নিয়ে ইয়েমেনে জ্বালানির নিয়ে যাচ্ছিল কিন্তু হুদায়দা বন্দরের কাছে পৌঁছানোর পর সৌদি জোট জাহাজটিকে বন্দরে ভিড়তে বাধা দেয়। ইয়েমেনের জাতীয় তেল কোম্পানির মুখপাত্র ইসাম আল-মুতাওয়াকিল এ তথ্য জানিয়েছেন। হুদায়দা বন্দর
তিনি ইয়েমেনের আল অহেদ নিউজ ওয়েবসাইটকে বলেন, “সৌদি জোট যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছেন, তারা ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করেছে যাতে ৩০ হাজার ১৪৮ টন জ্বালানি তেল বহন করা হচ্ছিল। জাতিসংঘের অনুমোদন থাকার পরও জাহাজটিকে সৌদি জোট হুদায়দা বন্দরে প্রবেশ করতে দেয় নি।” মঙ্গলবারও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। ওই দিন ২৩ হাজার ৯২০ টন জ্বালানি তেল নিয়ে হুদায়দা বন্দরের দিকে যাওয়া প্রিন্সেস হালিমা নামের একটি ট্যাংকারকে বন্দরে ভিড়তে দেয়নি সৌদি জোট। অথচ জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে জাহাজের মাধ্যমে ইয়েমেনে জ্বালানি তেল সরবরাহের নিশ্চয়তা দেয়া হয়েছে।