ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ইয়ামালের চোখে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সামনে বড় বাধা লিভারপুল

  • আপডেট সময় : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এই মৌসুমে বার্সেলোনার সম্ভাব্য চার শিরোপার সবকটি জয়ের সম্ভাবনা দেখেন লামিনে ইয়ামাল। এজন্য নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখা জরুরি বলে মনে করেন তিনি। আর এই স্বপ্ন পূরণে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে লিভারপুল সবচেয়ে বড় হুমকি হতে পারে বলে মনে করেন তরুণ এই স্প্যানিশ উইঙ্গার। চলতি মৌসুমে এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। লা লিগায় তারা এখন আছে শীর্ষে। কোপা দেল রেতে পৌঁছে গেছে সেমি-ফাইনালে। আর নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বে ৩৬ দলের মধ্যে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালের কাছে জানতে চাওয়া হয়, বাকি তিনটির মধ্যে বার্সেলোনার কোনটি জয়ের সম্ভাবনা বেশি। ১৭ বছর বয়সী ফুটবলার কোনো একটিকে আলাদা করতে চাননি। “আমি সবসময় বলেছি, সুপার কাপ সবচেয়ে দ্রুত হয়। তারপর আসে কোপা দেল রে। এরপর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে, যদি বলেন দুটোই, তাহলে দুটোই। কোনো একটিকে বেছে নিতে চাই না।” “সবকিছুই নির্ভর করছে আমাদের ওপর। চ্যাম্পিয়ন্স লিগে কেবল একটি দলই আমাদের চেয়ে এগিয়ে, আর তারা হলো লিভারপুল, কারণ তারা শীর্ষে থেকে (প্রথম পর্ব) শেষ করেছে। লিগে এই মুহূর্তে আমরা শীর্ষে।” নিজেদের ওপর বিশ্বাস রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইয়ামাল। “আমি মনে করি, আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরাই সেরা এবং আমরাই সেরাটা খেলি, আমি সেটা বিশ্বাস করি।”

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়ামালের চোখে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সামনে বড় বাধা লিভারপুল

আপডেট সময় : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: এই মৌসুমে বার্সেলোনার সম্ভাব্য চার শিরোপার সবকটি জয়ের সম্ভাবনা দেখেন লামিনে ইয়ামাল। এজন্য নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখা জরুরি বলে মনে করেন তিনি। আর এই স্বপ্ন পূরণে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে লিভারপুল সবচেয়ে বড় হুমকি হতে পারে বলে মনে করেন তরুণ এই স্প্যানিশ উইঙ্গার। চলতি মৌসুমে এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। লা লিগায় তারা এখন আছে শীর্ষে। কোপা দেল রেতে পৌঁছে গেছে সেমি-ফাইনালে। আর নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বে ৩৬ দলের মধ্যে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালের কাছে জানতে চাওয়া হয়, বাকি তিনটির মধ্যে বার্সেলোনার কোনটি জয়ের সম্ভাবনা বেশি। ১৭ বছর বয়সী ফুটবলার কোনো একটিকে আলাদা করতে চাননি। “আমি সবসময় বলেছি, সুপার কাপ সবচেয়ে দ্রুত হয়। তারপর আসে কোপা দেল রে। এরপর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে, যদি বলেন দুটোই, তাহলে দুটোই। কোনো একটিকে বেছে নিতে চাই না।” “সবকিছুই নির্ভর করছে আমাদের ওপর। চ্যাম্পিয়ন্স লিগে কেবল একটি দলই আমাদের চেয়ে এগিয়ে, আর তারা হলো লিভারপুল, কারণ তারা শীর্ষে থেকে (প্রথম পর্ব) শেষ করেছে। লিগে এই মুহূর্তে আমরা শীর্ষে।” নিজেদের ওপর বিশ্বাস রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইয়ামাল। “আমি মনে করি, আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরাই সেরা এবং আমরাই সেরাটা খেলি, আমি সেটা বিশ্বাস করি।”