ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ইয়াবা বিক্রিতে বাধা দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের মামলার চার আসামির ফাঁসি

  • আপডেট সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র জিয়া উদ্দিন ফয়সালকে খুন করে মাদক কারবারিরা। চাঞ্চল্যকর এ হত্যাকা-ের পাঁচ বছর পর চার আসামির ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া সব আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল ওই রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্তরা হলেন, নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম প্রকাশ (২৫), প্রয়াত আমান উল্লাহর ছেলে নুরুল হক (২৮), প্রয়াত অছিউর রহমানের ছেলে রমজান (৩০) ও মো. ইসহাকের ছেলে রুবেল (২৩)। তারা সবাই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালি গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন, আবছারের ছেলে শাহিন (২৫) ও দুদু মিয়ার ছেলে মনি আলম (২৪)। তারাও পূর্ব মাছুয়াখালি গ্রামের বাসিন্দা। পুলিশ, আদালত ও মামলা সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ২০১৭ সালের ১৬ এপ্রিল রাতে সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের পূর্ব মাছুয়াখালি জামে মসজিদের সামনে জিয়া উদ্দিন ফয়সালকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মাদক কারবারিরা। ওই ঘটনার পরদিন ১৭ এপ্রিল ৯ জনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা মো. নুরুল আনোয়ার । পরে ২০১৭ সালের ৪ জুলাই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা । এ বিষয়ে সরকারি কুশলী ফরিদুল আলম বলেন, অভিযোগপত্রের ৬ জনের বিরুদ্ধেই আদালত চার্জ গঠন করে। ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য প্রমাণে আদালতের কাছে আসামিরা দোষী প্রমাণিত হয় । একারণে এ মামলায় সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন আদালত। তিনি বলেন, রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ খুশি। মামলার বাদী মো. নুরুল আনোয়ার বলেন, রায় কার্যকর না হওয়া সন্তুষ্ট হতে পারছি না। আদালতের পর্যবেক্ষণ বিষয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস. এম আব্বাস উদ্দিন বলেন, ফয়সাল ইয়াবা কারবারিদের বিরুদ্ধে কথা বলার কারণে খুন হন। একটি প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করে দিতেই মাদক কারবারিরা এক্যবদ্ধ হয়ে হত্যার ঘটনা ঘটায়। এমন আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়েই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়াবা বিক্রিতে বাধা দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের মামলার চার আসামির ফাঁসি

আপডেট সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

কক্সবাজার প্রতিনিধি : ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র জিয়া উদ্দিন ফয়সালকে খুন করে মাদক কারবারিরা। চাঞ্চল্যকর এ হত্যাকা-ের পাঁচ বছর পর চার আসামির ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া সব আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল ওই রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্তরা হলেন, নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম প্রকাশ (২৫), প্রয়াত আমান উল্লাহর ছেলে নুরুল হক (২৮), প্রয়াত অছিউর রহমানের ছেলে রমজান (৩০) ও মো. ইসহাকের ছেলে রুবেল (২৩)। তারা সবাই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালি গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন, আবছারের ছেলে শাহিন (২৫) ও দুদু মিয়ার ছেলে মনি আলম (২৪)। তারাও পূর্ব মাছুয়াখালি গ্রামের বাসিন্দা। পুলিশ, আদালত ও মামলা সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ২০১৭ সালের ১৬ এপ্রিল রাতে সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের পূর্ব মাছুয়াখালি জামে মসজিদের সামনে জিয়া উদ্দিন ফয়সালকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মাদক কারবারিরা। ওই ঘটনার পরদিন ১৭ এপ্রিল ৯ জনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা মো. নুরুল আনোয়ার । পরে ২০১৭ সালের ৪ জুলাই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা । এ বিষয়ে সরকারি কুশলী ফরিদুল আলম বলেন, অভিযোগপত্রের ৬ জনের বিরুদ্ধেই আদালত চার্জ গঠন করে। ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য প্রমাণে আদালতের কাছে আসামিরা দোষী প্রমাণিত হয় । একারণে এ মামলায় সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন আদালত। তিনি বলেন, রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ খুশি। মামলার বাদী মো. নুরুল আনোয়ার বলেন, রায় কার্যকর না হওয়া সন্তুষ্ট হতে পারছি না। আদালতের পর্যবেক্ষণ বিষয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস. এম আব্বাস উদ্দিন বলেন, ফয়সাল ইয়াবা কারবারিদের বিরুদ্ধে কথা বলার কারণে খুন হন। একটি প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করে দিতেই মাদক কারবারিরা এক্যবদ্ধ হয়ে হত্যার ঘটনা ঘটায়। এমন আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়েই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত।