ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ইস্তাম্বুলে শস্য রপ্তানি চুক্তির যৌথ সমন্বয় কেন্দ্র চালু

  • আপডেট সময় : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

বিদেশের ডেস্ক : বৈশ্বিক খাদ্য সংকট নিরসনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার শস্য রপ্তানি চালু হওয়ার পরদিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তা সাময়িক স্থগিত হয়ে যায়। মঙ্গলবার শস্য রপ্তানি তত্ত্বাবধায়নের জন্য ইস্তাম্বুলে যৌথ সমন্বয় কেন্দ্র খোলার কথা জানায় তুরস্ক। গতকাল বুধবার সেটি খোলা হয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ-সমর্থিত চুক্তির অধীনে তুরস্ক আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের শস্য রপ্তানি তত্ত্বাবধানের জন্য যুদ্ধ-বিধ্বস্ত দেশের কৃষ্ণসাগর বন্দরগুলি থেকে চালান পুনরায় শুরু করার লক্ষ্যে একটি যৌথ সমন্বয় কেন্দ্র খুলেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর মস্কো এবং কিয়েভ চুক্তিতে স্বাক্ষর করার পাঁচ দিন পর আয়োজিত এক অনুষ্ঠানে ইস্তাম্বুলে পর্যবেক্ষণ কেন্দ্রের উন্মোচন করেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, সুবিধাটির লক্ষ্য ছিল তিনটি ইউক্রেনীয় বন্দর থেকে শস্যের নিরাপদ চালান নিশ্চিত করা, যেখানে ২৫ মিলিয়ন টন শস্য রয়েছে। এর আগে শস্য রপ্তানির জন্য মনোনীত বন্দরগুলিতে অপারেশন পুনরায় শুরু হবে বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছিল। ইউক্রেনের নৌবাহিনী এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সম্প্রতি স্বাক্ষর করা শস্য চুক্তির অধীনে রপ্তানি কেন্দ্র হিসাবে মনোনীত তিনটি কৃষ্ণ সাগর বন্দরে কাজ পুনরায় শুরু হয়েছে। শস্য রপ্তানির জন্য ইউক্রেনীয় বন্দরগুলিকে অবরোধ মুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে ওডেসা, চেরনোমর্স্ক এবং পিভডেনি বন্দরে কাজ পুনরায় শুরু হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইস্তাম্বুলে শস্য রপ্তানি চুক্তির যৌথ সমন্বয় কেন্দ্র চালু

আপডেট সময় : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

বিদেশের ডেস্ক : বৈশ্বিক খাদ্য সংকট নিরসনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার শস্য রপ্তানি চালু হওয়ার পরদিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তা সাময়িক স্থগিত হয়ে যায়। মঙ্গলবার শস্য রপ্তানি তত্ত্বাবধায়নের জন্য ইস্তাম্বুলে যৌথ সমন্বয় কেন্দ্র খোলার কথা জানায় তুরস্ক। গতকাল বুধবার সেটি খোলা হয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ-সমর্থিত চুক্তির অধীনে তুরস্ক আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের শস্য রপ্তানি তত্ত্বাবধানের জন্য যুদ্ধ-বিধ্বস্ত দেশের কৃষ্ণসাগর বন্দরগুলি থেকে চালান পুনরায় শুরু করার লক্ষ্যে একটি যৌথ সমন্বয় কেন্দ্র খুলেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর মস্কো এবং কিয়েভ চুক্তিতে স্বাক্ষর করার পাঁচ দিন পর আয়োজিত এক অনুষ্ঠানে ইস্তাম্বুলে পর্যবেক্ষণ কেন্দ্রের উন্মোচন করেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, সুবিধাটির লক্ষ্য ছিল তিনটি ইউক্রেনীয় বন্দর থেকে শস্যের নিরাপদ চালান নিশ্চিত করা, যেখানে ২৫ মিলিয়ন টন শস্য রয়েছে। এর আগে শস্য রপ্তানির জন্য মনোনীত বন্দরগুলিতে অপারেশন পুনরায় শুরু হবে বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছিল। ইউক্রেনের নৌবাহিনী এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সম্প্রতি স্বাক্ষর করা শস্য চুক্তির অধীনে রপ্তানি কেন্দ্র হিসাবে মনোনীত তিনটি কৃষ্ণ সাগর বন্দরে কাজ পুনরায় শুরু হয়েছে। শস্য রপ্তানির জন্য ইউক্রেনীয় বন্দরগুলিকে অবরোধ মুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে ওডেসা, চেরনোমর্স্ক এবং পিভডেনি বন্দরে কাজ পুনরায় শুরু হয়েছে।