ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে জেলে পাঠাল তুরস্কের আদালত

  • আপডেট সময় : ০৬:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের একটি আদালত দুর্নীতির অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় থাকা ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে জেলে পাঠানোর আদেশ দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও একাধিক সম্প্রচারমাধ্যম।

তুর্কি আদালতের রোববারের এ পদক্ষেপ এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভে ইন্ধন জোগাবে বলেই ধারণা করা হচ্ছে।

ইমামোগলুকে এই মুহূর্তে এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, দিন কয়েক আগে তাকে দুর্নীতি, সন্ত্রাসী সংগঠনকে সহায়তাসহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

রোববার (২৩ মার্চ) জেলে পাঠানোর আগেই, তুরস্কের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ও হাজার হাজার বিক্ষোভকারীদের পাশাপাশি ইউরোপের নেতারাও ইমামোগলুকে আটক করার ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগণতান্ত্রিক’ অ্যাখ্যা দিয়েছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কের সরকারি কৌঁসুলিরা গত সপ্তাহে ইস্তাম্বুলের এ মেয়রের বিরুদ্ধে দুটি তদন্ত শুরু করে। তার মধ্যে দুর্নীতির অভিযোগে হওয়া তদন্তের অংশ হিসেবেই ৫৪ বছর বয়সী ইমামোগলু ও আরো অন্তত ২০ জনকে জেলে পাঠানো হয়েছে, বলেছে আদালত।

সন্ত্রাস-সংশ্লিষ্ট অন্য তদন্তের ক্ষেত্রে আদালত তাকে শর্তাধীন মুক্তি দিয়েছে বলে সম্প্রচারমাধ্যম হাল্ক টিভি ও আহাবেরের প্রতিবেদনে জানানো হয়েছে। আদালতের এমন সিদ্ধান্তের ফলে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল পরিচালনায় সরকার মেয়রের পরিবর্তে কোনো ট্রাস্টি নিয়োগ দিতে পারবে না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি জরিপে জনপ্রিয়তায় এরদোয়ানের চেয়ে এগিয়ে থাকা ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এগুলো অকল্পনীয় অভিযোগ ও অপবাদ, বলেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে জেলে পাঠাল তুরস্কের আদালত

আপডেট সময় : ০৬:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের একটি আদালত দুর্নীতির অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় থাকা ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে জেলে পাঠানোর আদেশ দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও একাধিক সম্প্রচারমাধ্যম।

তুর্কি আদালতের রোববারের এ পদক্ষেপ এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভে ইন্ধন জোগাবে বলেই ধারণা করা হচ্ছে।

ইমামোগলুকে এই মুহূর্তে এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, দিন কয়েক আগে তাকে দুর্নীতি, সন্ত্রাসী সংগঠনকে সহায়তাসহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

রোববার (২৩ মার্চ) জেলে পাঠানোর আগেই, তুরস্কের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ও হাজার হাজার বিক্ষোভকারীদের পাশাপাশি ইউরোপের নেতারাও ইমামোগলুকে আটক করার ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগণতান্ত্রিক’ অ্যাখ্যা দিয়েছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কের সরকারি কৌঁসুলিরা গত সপ্তাহে ইস্তাম্বুলের এ মেয়রের বিরুদ্ধে দুটি তদন্ত শুরু করে। তার মধ্যে দুর্নীতির অভিযোগে হওয়া তদন্তের অংশ হিসেবেই ৫৪ বছর বয়সী ইমামোগলু ও আরো অন্তত ২০ জনকে জেলে পাঠানো হয়েছে, বলেছে আদালত।

সন্ত্রাস-সংশ্লিষ্ট অন্য তদন্তের ক্ষেত্রে আদালত তাকে শর্তাধীন মুক্তি দিয়েছে বলে সম্প্রচারমাধ্যম হাল্ক টিভি ও আহাবেরের প্রতিবেদনে জানানো হয়েছে। আদালতের এমন সিদ্ধান্তের ফলে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল পরিচালনায় সরকার মেয়রের পরিবর্তে কোনো ট্রাস্টি নিয়োগ দিতে পারবে না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি জরিপে জনপ্রিয়তায় এরদোয়ানের চেয়ে এগিয়ে থাকা ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এগুলো অকল্পনীয় অভিযোগ ও অপবাদ, বলেছেন তিনি।