ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মাঝে পড়ে ছিল ছাত্রের মরদেহ

  • আপডেট সময় : ০৭:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশের দাবি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম বিএম মুশফিকুজ্জামান (২০)। তিনি বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুশফিকুজ্জামান নামে ওই শিক্ষার্থী আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসেছিলেন। পরে বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পায়। এ সময় সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে আজ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

ওআ/আপ্র/২০/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মাঝে পড়ে ছিল ছাত্রের মরদেহ

আপডেট সময় : ০৭:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশের দাবি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম বিএম মুশফিকুজ্জামান (২০)। তিনি বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুশফিকুজ্জামান নামে ওই শিক্ষার্থী আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসেছিলেন। পরে বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পায়। এ সময় সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে আজ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

ওআ/আপ্র/২০/১১/২০২৫