ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : ‘আইটেক এক্সপো-আইইউবিএটি ২০২২’ প্রতিযোগিতায় ‘প্রোজেক্ট শোকেসিং (সিনিয়র)’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উদ্যোগে গত ২২ ও ২৩ নভেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জানিয়েছে, তাদের রোবোটিক্স ক্লাবের প্রকল্পটি ধোঁয়া বিশুদ্ধকরণ ব্যবস্থা নিয়ে। এ ব্যবস্থায় নিষ্কাশন থেকে বিষাক্ত পদার্থকে আলাদা করে একটা ডিভাইসের ভেতরে জমা করা যায়। সালাউদ্দিন সাকিব, আসাদ চৌধুরী দীপু ও মিজানুর রহমানের নেতৃত্বে বিজয়ী দল হিসেবে বিশ্ববিদ্যালয়ের এ রোবোটিক্স ক্লাব ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।