ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ইসি বিষয়ে বিএনপির কোনো আগ্রহ নেই: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবার সন্ধ্যায় নতুন নির্বাচন কমিশন ঘোষণা করেছে সরকার। তবে এ বিষয়ে বিএনপির কোনোরূপ আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন গঠনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির তরফ থেকে আমরা আগে যেমন বলেছি এখনও আবার পরিষ্কারভাবে বলছি; শুধু নির্বাচন কমিশন নয়, আওয়ামী লীগ যা কিছু করবে সব তাদের নিজেদের লোকদের দিয়ে করবে। সুতরাং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা আমাদের কাছে অর্থবহ নন। তাই নতুন গঠিত এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।
এদিকে, নতুন সিইসি সম্পর্কে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘অন্য দু’একজনের সঙ্গে আমিও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছিলাম। যদিও এখন বিএনপি বলবে, তাকে মানে না। অপরদিকে আওয়ামী লীগ বলবে সিইসি হিসেবে তিনি ঠিক আছেন। এ ব্যাপারে আমার কথা হচ্ছে- যে যাই বলুক, এই নির্বাচন কমিশনের অধীনেই সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে।’
এখন বিএনপি বলবে, তাকে মানে না। অপরদিকে আওয়ামী লীগ বলবে সিইসি হিসেবে তিনি ঠিক আছেন। এ ব্যাপারে আমার কথা হচ্ছে- যে যাই বলুক, এই নির্বাচন কমিশনের অধীনেই সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসি বিষয়ে বিএনপির কোনো আগ্রহ নেই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবার সন্ধ্যায় নতুন নির্বাচন কমিশন ঘোষণা করেছে সরকার। তবে এ বিষয়ে বিএনপির কোনোরূপ আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন গঠনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির তরফ থেকে আমরা আগে যেমন বলেছি এখনও আবার পরিষ্কারভাবে বলছি; শুধু নির্বাচন কমিশন নয়, আওয়ামী লীগ যা কিছু করবে সব তাদের নিজেদের লোকদের দিয়ে করবে। সুতরাং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা আমাদের কাছে অর্থবহ নন। তাই নতুন গঠিত এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।
এদিকে, নতুন সিইসি সম্পর্কে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘অন্য দু’একজনের সঙ্গে আমিও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছিলাম। যদিও এখন বিএনপি বলবে, তাকে মানে না। অপরদিকে আওয়ামী লীগ বলবে সিইসি হিসেবে তিনি ঠিক আছেন। এ ব্যাপারে আমার কথা হচ্ছে- যে যাই বলুক, এই নির্বাচন কমিশনের অধীনেই সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে।’
এখন বিএনপি বলবে, তাকে মানে না। অপরদিকে আওয়ামী লীগ বলবে সিইসি হিসেবে তিনি ঠিক আছেন। এ ব্যাপারে আমার কথা হচ্ছে- যে যাই বলুক, এই নির্বাচন কমিশনের অধীনেই সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে।’