ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

ইসির ওয়েবসাইট থেকে নৌকা বাদ, যুক্ত হলো দাঁড়িপাল্লা

  • আপডেট সময় : ০৬:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে নিবন্ধন তারিখ, প্রতীকের তারিখ ও প্রতীকের ঘর ফাঁকা দেখা গেছে -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকার ৬ নম্বরে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে নিবন্ধন তারিখ, প্রতীকের তারিখ ও প্রতীকের ঘর ফাঁকা দেখা গেছে। যদিও আগে এই তিন ঘর পূর্ণ ছিল। এদিন জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল হওয়ার পর দুপুরে ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত হয়।

জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল হওয়ার পর দুপুরে ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত হয়

নিবন্ধন স্থগিত থাকায়, আওয়ামী লীগ ভোটে যেমন অংশ নিতে পারত না, তেমন দলটির সংরক্ষিত নৌকা প্রতীকেও কেউ অংশ নিতে পারবে না-ওয়েবসাইট থেকে প্রতীক বাদ দেওয়ার মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। তবে ইসির প্রতীক তালিকার তফসিল থেকে নৌকা বাদ দেওয়া হচ্ছে কি না তা এখনও নিশ্চিত করেনি নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের আইটি শাখার কর্মকর্তা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা সাংবাদিকদের জানিয়েছে। সিস্টেম ম্যানেজার রফিকুল হক সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষের (ইসি সচিবালয়) নির্দেশনায় এটা সরানো হয়েছে।

অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের দাবিতে সরকার গত ১২ মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। এরপরই ওয়েবসাইট হালনাগাদ করে দলের পাশে নিবন্ধন স্থগিত লেখা হয়েছিল। কিন্তু প্রতীক তালিকায় বহাল থাকে।

ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। একজন নির্বাচন কমিশনার নৌকা তালিকায় রাখার পক্ষে ইসির যুক্তিও তুলে ধরেন।

নৌকা প্রতীক বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক তালিকা থেকে বাদ দেব না।

সবশেষ মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাগরিক হিসেবে ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে। এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের আগেই নৌকা ওয়েবসাইট থেকে সরানো হল। অবশ্য জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হওয়ার পর বুধবার দুপুরে ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত হয়। এছাড়া নিবন্ধন বাতিল থাকা চারটি দলের নাম ও তাদের সংরক্ষিত প্রতীকও নেই। কিন্তু প্রতীকগুলো ইসির তালিকায় রয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসির ওয়েবসাইট থেকে নৌকা বাদ, যুক্ত হলো দাঁড়িপাল্লা

আপডেট সময় : ০৬:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকার ৬ নম্বরে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে নিবন্ধন তারিখ, প্রতীকের তারিখ ও প্রতীকের ঘর ফাঁকা দেখা গেছে। যদিও আগে এই তিন ঘর পূর্ণ ছিল। এদিন জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল হওয়ার পর দুপুরে ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত হয়।

জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল হওয়ার পর দুপুরে ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত হয়

নিবন্ধন স্থগিত থাকায়, আওয়ামী লীগ ভোটে যেমন অংশ নিতে পারত না, তেমন দলটির সংরক্ষিত নৌকা প্রতীকেও কেউ অংশ নিতে পারবে না-ওয়েবসাইট থেকে প্রতীক বাদ দেওয়ার মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। তবে ইসির প্রতীক তালিকার তফসিল থেকে নৌকা বাদ দেওয়া হচ্ছে কি না তা এখনও নিশ্চিত করেনি নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের আইটি শাখার কর্মকর্তা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা সাংবাদিকদের জানিয়েছে। সিস্টেম ম্যানেজার রফিকুল হক সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষের (ইসি সচিবালয়) নির্দেশনায় এটা সরানো হয়েছে।

অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের দাবিতে সরকার গত ১২ মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। এরপরই ওয়েবসাইট হালনাগাদ করে দলের পাশে নিবন্ধন স্থগিত লেখা হয়েছিল। কিন্তু প্রতীক তালিকায় বহাল থাকে।

ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। একজন নির্বাচন কমিশনার নৌকা তালিকায় রাখার পক্ষে ইসির যুক্তিও তুলে ধরেন।

নৌকা প্রতীক বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক তালিকা থেকে বাদ দেব না।

সবশেষ মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাগরিক হিসেবে ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে। এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের আগেই নৌকা ওয়েবসাইট থেকে সরানো হল। অবশ্য জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হওয়ার পর বুধবার দুপুরে ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত হয়। এছাড়া নিবন্ধন বাতিল থাকা চারটি দলের নাম ও তাদের সংরক্ষিত প্রতীকও নেই। কিন্তু প্রতীকগুলো ইসির তালিকায় রয়েছে।