ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

ইসিতে যোগ্য ব্যক্তিদের সমন্বয় চান জ্যেষ্ঠ সাংবাদিকরা

  • আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন নিয়োগে গঠিত সার্চ কমিটি। বৈঠকে জ্যেষ্ঠ সাংবাদিকরা নির্বাচন কমিশনে বিভিন্ন শ্রেণি-পেশার যোগ্য ব্যক্তিদের সমন্বয় ঘটানোর পরামর্শ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়ে চলে ৫টা পর্যন্ত। আটজন জ্যেষ্ঠ সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেন চারজন। তারা হলেন: ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, ইংরেজি ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
আমন্ত্রণ পেয়েও বৈঠকে আসেননি নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
বৈঠক থেকে বের হয়ে মনজুরুল আহসান বুলবুল বলেন, সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠনে মত তুলে ধরেছি। সবার কাছে গ্রহণযোগ্য, সৎ, যোগ্য, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যাদের কোনো আর্থিক কেলেংকারি নেই এমন ব্যক্তিদের যেন নিয়োগ দেওয়া হয় এ বিষয়টি বলেছি।
বুলবুল বলেন, কোনো বিশেষ পেশার নয়, কমিশন গঠনে সব পেশার যোগ্য ব্যক্তির সমন্বয় যেন হয় এ বিষয়টি আমরা বলেছি। যোগ্যতাসাপেক্ষে একজন নারী প্রতিনিধি ও সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন প্রতিনিধি রাখতে মত দিয়েছি। নঈম নিজাম বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে সার্চ কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। আমরা আমাদের স্ব স্ব মতামত দিয়েছি। নতুন ইসি গঠনে পরামর্শ নিতে গত শনি, রবি এবং আজ মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি।
নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার রাতে প্রকাশ করা হয়েছে।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারি। নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।
বিএনপিসহ নিবন্ধিত দল এখনো নাম প্রস্তাব করলে আমলে নেবে সার্চ কমিটি : সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেছেন, সার্চ কমিটি আমাদের জানিয়েছে- ১০ জনের নাম চূড়ান্ত করার আগে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা আমলে নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে বিকেল ৪টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিতে যোগ্য ব্যক্তিদের সমন্বয় চান জ্যেষ্ঠ সাংবাদিকরা

আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন নিয়োগে গঠিত সার্চ কমিটি। বৈঠকে জ্যেষ্ঠ সাংবাদিকরা নির্বাচন কমিশনে বিভিন্ন শ্রেণি-পেশার যোগ্য ব্যক্তিদের সমন্বয় ঘটানোর পরামর্শ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়ে চলে ৫টা পর্যন্ত। আটজন জ্যেষ্ঠ সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেন চারজন। তারা হলেন: ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, ইংরেজি ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
আমন্ত্রণ পেয়েও বৈঠকে আসেননি নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
বৈঠক থেকে বের হয়ে মনজুরুল আহসান বুলবুল বলেন, সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠনে মত তুলে ধরেছি। সবার কাছে গ্রহণযোগ্য, সৎ, যোগ্য, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যাদের কোনো আর্থিক কেলেংকারি নেই এমন ব্যক্তিদের যেন নিয়োগ দেওয়া হয় এ বিষয়টি বলেছি।
বুলবুল বলেন, কোনো বিশেষ পেশার নয়, কমিশন গঠনে সব পেশার যোগ্য ব্যক্তির সমন্বয় যেন হয় এ বিষয়টি আমরা বলেছি। যোগ্যতাসাপেক্ষে একজন নারী প্রতিনিধি ও সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন প্রতিনিধি রাখতে মত দিয়েছি। নঈম নিজাম বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে সার্চ কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। আমরা আমাদের স্ব স্ব মতামত দিয়েছি। নতুন ইসি গঠনে পরামর্শ নিতে গত শনি, রবি এবং আজ মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি।
নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার রাতে প্রকাশ করা হয়েছে।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারি। নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।
বিএনপিসহ নিবন্ধিত দল এখনো নাম প্রস্তাব করলে আমলে নেবে সার্চ কমিটি : সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেছেন, সার্চ কমিটি আমাদের জানিয়েছে- ১০ জনের নাম চূড়ান্ত করার আগে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা আমলে নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে বিকেল ৪টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।