আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।দেশটির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের একজন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে দুই বন্দুকধারীও নিহত হয়। হামলায় আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারিও দেন তিনি। সূত্র: বিবিসি, আল-জাজিরা