আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর সিরিয়ার লাটাকিয়া বন্দরের কন্টেইনার মজুত এলাকায় অগ্নিকা- ছড়িয়ে পড়েছে। ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো চালানো এই হামলায় একটি হাসপাতালের সম্মুখভাগ, কয়েকটি আবাসিক ভবন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি এই আগ্রাসনে বড় ধরণের বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ক্ষতি নিরুপণের কাজ চলছে। ইসরায়েল সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরে হামলা জোরালো করেছে। তাদের দাবি সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ গ্রুপসহ ইরান সমর্থিত বেশ কয়েকটি গ্রুপ প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের পক্ষে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিচ্ছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে বন্দরের কন্টেইনার এলাকায় আগুনের শিখা ও ধোঁয়া দেখা গেছে। টেলিভিশনের প্রতিবেদক বলেন, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন আর ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। ভূমধ্যসাগরের বন্দর লাটাকিয়া সিরিয়ার মূল বাণিজ্যিক বন্দর। সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট আসাদের অন্যতম মিত্র রাশিয়া লাটাকিয়া থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি বিমান ঘাঁটি পরিচালনা করে।
ইসরায়েলি হামলার পর সিরিয়ার বন্দরে আগুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ