ক্রীড়া ডেস্ক : ফিলিস্তিন ইস্যুতে প্রতিবাদ জানাতে তিনি মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন টোকিও অলিম্পিককে। জুডোর ৭৩ কেজি ওজন শ্রেণিতে খেলতে অস্বীকৃতি জানান আলজেরিয়ার ফেথি নুরিন। বড় মঞ্চে রাজনৈতিক ইস্যু টেনে নিয়ে আসায় কোচসহ তাকে ১০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন। তখন প্রথম রাউন্ডে নুরিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুদানের মোহামেদ আবদালরাসুল। তার সঙ্গে জিততে পারলেই পরবর্তী রাউন্ডে খেলতে হতো ইসরায়েলের তোহার বাটবালের বিপক্ষে। কিন্তু ইসরায়েলের প্রতিযোগীর সঙ্গে খেলা এড়াতেই তিনি অলিম্পিক থেকে সড়ে দাঁড়ান তখন। অবশ্য তখন আলজেরিয়ার জুডোকাকে তাৎক্ষণিক শাস্ত দেওয়া হয়েছিল। সাময়িক বহিষ্কারাদেশের পর বাতিল করা হয় তার অ্যাক্রিডিটেশন। একই শাস্তি পান তার কোচ আমের বেন ইয়াকলিফকও। তখন নুরিন বলেছিলেন, রাজনৈতিক ইস্যুতে ফিলিস্তিনের প্রতি সমর্থন থাকায় ইসরায়েলি প্রতিযোগীর বিরুদ্ধে তার খেলা অসম্ভব। এখন দশ বছরের নিষেধাজ্ঞার ফলে নুরিন ও তার কোচ সব ধরনের প্রতিযোগিতা ও কার্যক্রম থেকে ২০৩১ সালের ২৩ জুলাই পর্যন্ত নিষিদ্ধ থাকবেন। তবে শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদলতে তাদের আপিলের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। নুরিন একই ইস্যুতে ২০১৯ সালের চ্যাম্পিয়নশিপ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।