ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ইসরায়েল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

  • আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি -ছবি রযটার্স

প্রত্যাশা ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আরাগচির উদ্ধৃ্তি দিয়ে বলেছে, আমেরিকানরা আলোচনা চায়। তারা কয়েকবার বার্তাও পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আগ্রাসন না থামা পর্যন্ত কোনো আলোচনা হওয়ার সুযোগ নেই। এই অপরাধের শরিক আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে জেনিভায় যাওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এসব কথা বলেন আরাগচি। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের শুক্রবার (২০ জুন) জেনিভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আরাগচি এই বৈঠকে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েল গত সপ্তাহে শুক্রবার ইরানে হামলা শুরু করার পর এটিই হবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরাসরি বৈঠক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আরাগচির উদ্ধৃ্তি দিয়ে বলেছে, আমেরিকানরা আলোচনা চায়। তারা কয়েকবার বার্তাও পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আগ্রাসন না থামা পর্যন্ত কোনো আলোচনা হওয়ার সুযোগ নেই। এই অপরাধের শরিক আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে জেনিভায় যাওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এসব কথা বলেন আরাগচি। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের শুক্রবার (২০ জুন) জেনিভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আরাগচি এই বৈঠকে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েল গত সপ্তাহে শুক্রবার ইরানে হামলা শুরু করার পর এটিই হবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরাসরি বৈঠক।