এএফপি : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, দেশটি একেবারে বিতর্কিত বিচারিক সংস্কারের জন্য চাপ প্রয়োগ ‘অব্যাহত রাখতে পারে না।’ ইসরায়েলের এ ধরনের পদক্ষেপে দেশে কয়েকমাস ধরে অস্থিরতার এবং তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে।
বাইডেন নর্থ ক্যারোলিনা সফরকালে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে ইসরায়েলের অনেক শক্তিশালী সমর্থকদের মতো আমি খুব উদ্বিগ্ন। তারা এই পথে ক্রমাগত চলতে পারে না এবং আমি তা স্পষ্টভাবে বলে দিয়েছি।’ বাইডেন বলেন, ‘আশা করি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনভাবে কাজ করবেন যাতে তিনি সত্যিকারের আপস করার চেষ্টা করবেন। তবে এটি দেখা ঘাটতি আছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ইসরায়েলি নেতাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন না। তিনি বলেন, অন্তত এক্ষুণি ইসরায়েলি নেতাকে আমন্ত্রণ জানানোর কোন সম্ভাবনা নেই।
ইসরায়েল ‘এই পথে ক্রমাগত চলতে পারে না’: বাইডেন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ