ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রধান গ্যালান্টের পদত্যাগ

  • আপডেট সময় : ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বুধবার (১ ডিসেম্বর) পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহু গত নভেম্বর মাসে গ্যালান্টকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা নিয়ে দীর্ঘদিনের মতবিরোধের জের ধরে। তবে গ্যালান্ট সংসদ সদস্য হিসেবে তার পদ ধরে রেখেছিলেন। এক টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ট বলেন, ‘যেমনটি যুদ্ধক্ষেত্রে ঘটে, তেমনই জনসেবায়ও। কিছু মুহূর্ত আসে যখন থামতে হয়, পরিস্থিতি মূল্যায়ন করতে হয় এবং লক্ষ্য অর্জনের জন্য একটি নতুন পথ বেছে নিতে হয়।’ গ্যালান্ট নেতানিয়াহু এবং তার ধর্মীয় ও কট্টর ডানপন্থী জোট মিত্রদের সাথে মতবিরোধে জড়িয়েছিলেন।

বিশেষ করে, সামরিক সেবায় আল্ট্রা-অর্থডক্স ইহুদি পুরুষদের ছাড় দেওয়া নিয়ে। ২০২৩ সালের মার্চে তিনি সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর জন্য সরকারের বিতর্কিত পরিকল্পনা বন্ধের আহ্বান জানালে নেতানিয়াহু তাকে বরখাস্ত করেন।

এই বরখাস্তের ফলে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, যার পর নেতানিয়াহু সিদ্ধান্তটি প্রত্যাহার করেন। গাজার সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্যালান্ট, নেতানিয়াহু এবং হামাসের এক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রধান গ্যালান্টের পদত্যাগ

আপডেট সময় : ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক : ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বুধবার (১ ডিসেম্বর) পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহু গত নভেম্বর মাসে গ্যালান্টকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা নিয়ে দীর্ঘদিনের মতবিরোধের জের ধরে। তবে গ্যালান্ট সংসদ সদস্য হিসেবে তার পদ ধরে রেখেছিলেন। এক টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ট বলেন, ‘যেমনটি যুদ্ধক্ষেত্রে ঘটে, তেমনই জনসেবায়ও। কিছু মুহূর্ত আসে যখন থামতে হয়, পরিস্থিতি মূল্যায়ন করতে হয় এবং লক্ষ্য অর্জনের জন্য একটি নতুন পথ বেছে নিতে হয়।’ গ্যালান্ট নেতানিয়াহু এবং তার ধর্মীয় ও কট্টর ডানপন্থী জোট মিত্রদের সাথে মতবিরোধে জড়িয়েছিলেন।

বিশেষ করে, সামরিক সেবায় আল্ট্রা-অর্থডক্স ইহুদি পুরুষদের ছাড় দেওয়া নিয়ে। ২০২৩ সালের মার্চে তিনি সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর জন্য সরকারের বিতর্কিত পরিকল্পনা বন্ধের আহ্বান জানালে নেতানিয়াহু তাকে বরখাস্ত করেন।

এই বরখাস্তের ফলে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, যার পর নেতানিয়াহু সিদ্ধান্তটি প্রত্যাহার করেন। গাজার সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্যালান্ট, নেতানিয়াহু এবং হামাসের এক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।