ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

ইসরায়েলের বিষয়ে নাক গলাবেন না, বাইডেনকে নেতানিয়াহু

  • আপডেট সময় : ০২:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

এএফপি : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, দেশটি একেবারে বিতর্কিত বিচারিক সংস্কারের জন্য চাপ প্রয়োগ ‘অব্যাহত রাখতে পারে না।’ ইসরায়েলের এ ধরনের পদক্ষেপে দেশে কয়েকমাস ধরে অস্থিরতার এবং তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। এরপর জবাবে ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের কর্মকা- সম্পর্কে কোনো রকম হস্তক্ষেপ না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তেল আবিব মোটেই বরদাস্ত করবে না, তা যদি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রও হয়। ইসরায়েলের বিচার বিভাগের সংস্কারের ব্যাপারে নেতানিয়াহু যে উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করার পর নেতানিয়াহ এই কথা বললেন। এ বিষয়ে ইসরায়েল একাই সিদ্ধান্ত নেবে, বাইরের কোনো চাপের কাছে মাথা নত করবে না বলে সাফ জানিয়েছেন তিনি। নেতানিয়াহু মঙ্গলবার টুইটারে কয়েক দফা পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, গত ৪০ বছর ধরে তিনি জো বাইডেনকে চেনেন এবং ইসরায়েলের প্রতি দীর্ঘদিন ধরে বাইডেনের অঙ্গীকার রয়েছে। তবে নেতানিয়াহু তার সরকারের কর্মকা-ের ব্যাপারে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের চলমান সরকার-বিরোধী বিক্ষোভের ব্যাপারে বলেন, তিনি বর্তমান পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিষয়ে নাক গলাবেন না, বাইডেনকে নেতানিয়াহু

আপডেট সময় : ০২:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

এএফপি : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, দেশটি একেবারে বিতর্কিত বিচারিক সংস্কারের জন্য চাপ প্রয়োগ ‘অব্যাহত রাখতে পারে না।’ ইসরায়েলের এ ধরনের পদক্ষেপে দেশে কয়েকমাস ধরে অস্থিরতার এবং তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। এরপর জবাবে ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের কর্মকা- সম্পর্কে কোনো রকম হস্তক্ষেপ না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তেল আবিব মোটেই বরদাস্ত করবে না, তা যদি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রও হয়। ইসরায়েলের বিচার বিভাগের সংস্কারের ব্যাপারে নেতানিয়াহু যে উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করার পর নেতানিয়াহ এই কথা বললেন। এ বিষয়ে ইসরায়েল একাই সিদ্ধান্ত নেবে, বাইরের কোনো চাপের কাছে মাথা নত করবে না বলে সাফ জানিয়েছেন তিনি। নেতানিয়াহু মঙ্গলবার টুইটারে কয়েক দফা পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, গত ৪০ বছর ধরে তিনি জো বাইডেনকে চেনেন এবং ইসরায়েলের প্রতি দীর্ঘদিন ধরে বাইডেনের অঙ্গীকার রয়েছে। তবে নেতানিয়াহু তার সরকারের কর্মকা-ের ব্যাপারে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের চলমান সরকার-বিরোধী বিক্ষোভের ব্যাপারে বলেন, তিনি বর্তমান পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন।