ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

  • আপডেট সময় : ০৭:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল সৃষ্টি হয়েছে। এ সময় বেশ কয়েকজন সংসদ সদস্য হট্টগোল শুরু করেন। এতে তার বক্তব্য বাধাগ্রস্ত হয়।

সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদলীয় এক সংসদ সদস্য ট্রাম্পের ভাষণের সময় ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ উঁচিয়ে প্রতিবাদ জানান। তার এমন আচরণে পার্লামেন্টে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সাময়িকভাবে বক্তব্য বন্ধ করতে বাধ্য হন ট্রাম্প।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নেসেটের স্পিকার আমির ওহানা সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এ সময় তিনি প্রতিবাদকারীকে হলরুম থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুই সংসদ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।

হট্টগোলের পর ট্রাম্প হাস্যরস করে বলেন, ওটা ছিল খুব কার্যকর ব্যবস্থা। এরপর তিনি পুনরায় বক্তব্য শুরু করে বলেন, এটি নতুন মধ্যপ্রাচ্যের এক ঐতিহাসিক ভোর।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের প্রশংসার সময় সংসদ সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দিতে থাকেন।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার জন্য আরব দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এটি এক অবিশ্বাস্য সাফল্য। এখন এটি শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলেরই স্বর্ণযুগ।

ওআ/আপ্র/১৩/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

আপডেট সময় : ০৭:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল সৃষ্টি হয়েছে। এ সময় বেশ কয়েকজন সংসদ সদস্য হট্টগোল শুরু করেন। এতে তার বক্তব্য বাধাগ্রস্ত হয়।

সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদলীয় এক সংসদ সদস্য ট্রাম্পের ভাষণের সময় ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ উঁচিয়ে প্রতিবাদ জানান। তার এমন আচরণে পার্লামেন্টে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সাময়িকভাবে বক্তব্য বন্ধ করতে বাধ্য হন ট্রাম্প।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নেসেটের স্পিকার আমির ওহানা সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এ সময় তিনি প্রতিবাদকারীকে হলরুম থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুই সংসদ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।

হট্টগোলের পর ট্রাম্প হাস্যরস করে বলেন, ওটা ছিল খুব কার্যকর ব্যবস্থা। এরপর তিনি পুনরায় বক্তব্য শুরু করে বলেন, এটি নতুন মধ্যপ্রাচ্যের এক ঐতিহাসিক ভোর।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের প্রশংসার সময় সংসদ সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দিতে থাকেন।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার জন্য আরব দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এটি এক অবিশ্বাস্য সাফল্য। এখন এটি শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলেরই স্বর্ণযুগ।

ওআ/আপ্র/১৩/১০/২০২৫