ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ চায় উয়েফা

  • আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বহিষ্কারের বিষয়ে ভোটের দিকে এগোচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা (ইউয়েফা)। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউয়েফার একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে।

২০ সদস্যের ইউয়েফা নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে থাকতে পারেন বলে জানানো হয়েছে। প্রস্তাব পাস হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা এবং বিশ্বকাপে ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলগুলোর অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েল পুরুষ দল আগামী সপ্তাহে নরওয়ে ও ইতালির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে।

এ ব্যাপারে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ আয়োজনে মার্কিন সহায়তার বিষয়টি সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে জানিয়েছে, তারা ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করবে।

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তোলা হয়েছে। এ প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিক ও ফুটবল কর্মকর্তারা ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে কাজ করা সাতজন স্বাধীন বিশেষজ্ঞ ফিফা ও ইউয়েফাকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

২০২২ সালে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন ইউরোপের একাধিক দেশ রুশ দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। তবে এখন পর্যন্ত কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়নি।

তবে নরওয়ে ও ইতালির ফুটবল ফেডারেশন এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে আয়কৃত অর্থ গাজায় মানবিক সহায়তার জন্য দান করা হবে ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ সংস্থাকে।

ইসরায়েলের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী মিকি জোহার, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েল ফুটবল ফেডারেশনের প্রধান মোশে জুয়ারেস ইউয়েফা থেকে বহিষ্কার ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানিয়েছে এপি।

আগামী সপ্তাহেই ফিফার ৩৭ সদস্যবিশিষ্ট কাউন্সিলের বৈঠক বসছে সুইজারল্যান্ডের জুরিখে। সেখানে ইউয়েফার আটজন প্রতিনিধি রয়েছেন। বৈঠকে ইসরায়েল ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ চায় উয়েফা

আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বহিষ্কারের বিষয়ে ভোটের দিকে এগোচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা (ইউয়েফা)। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউয়েফার একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে।

২০ সদস্যের ইউয়েফা নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে থাকতে পারেন বলে জানানো হয়েছে। প্রস্তাব পাস হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা এবং বিশ্বকাপে ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলগুলোর অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েল পুরুষ দল আগামী সপ্তাহে নরওয়ে ও ইতালির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে।

এ ব্যাপারে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ আয়োজনে মার্কিন সহায়তার বিষয়টি সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে জানিয়েছে, তারা ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করবে।

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তোলা হয়েছে। এ প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিক ও ফুটবল কর্মকর্তারা ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে কাজ করা সাতজন স্বাধীন বিশেষজ্ঞ ফিফা ও ইউয়েফাকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

২০২২ সালে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন ইউরোপের একাধিক দেশ রুশ দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। তবে এখন পর্যন্ত কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়নি।

তবে নরওয়ে ও ইতালির ফুটবল ফেডারেশন এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে আয়কৃত অর্থ গাজায় মানবিক সহায়তার জন্য দান করা হবে ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ সংস্থাকে।

ইসরায়েলের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী মিকি জোহার, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েল ফুটবল ফেডারেশনের প্রধান মোশে জুয়ারেস ইউয়েফা থেকে বহিষ্কার ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানিয়েছে এপি।

আগামী সপ্তাহেই ফিফার ৩৭ সদস্যবিশিষ্ট কাউন্সিলের বৈঠক বসছে সুইজারল্যান্ডের জুরিখে। সেখানে ইউয়েফার আটজন প্রতিনিধি রয়েছেন। বৈঠকে ইসরায়েল ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫