ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ইসরাইল শান্তিতে বিশ্বাস করে না : মাহমুদ আব্বাস

  • আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

পার্সটুডে : ইসরাইল শান্তিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের লাগাতার হত্যা নির্যাতনের কথা তুলে ধরেন। মাহমুদ আব্বাস বলেন, ইসরাইল আমাদের ভূমি দখলের জন্য উন্মত্ত অভিযান চালাচ্ছে, তারা ফিলিস্তিনি ভূখ-ে অবৈধ বসতি স্থাপন করছে, আমাদের সম্পদকে তারা লুটপাট করার চেষ্টা করছে যেন এটি জনমানবহীন ভূখ-। তিনি এক কোটি ৪০ লাখ ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছেন যাদের বাবা এবং পূর্বপুরুষেরা ৭৪ বছর আগে নাকাবা দিবসের করুণ পরিণতি বরণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ এখনো সেই নাকাবা দিবসের করুণ পরিণতি বয়ে চলেছে যা পুরো মানবতার জন্য লজ্জা ও অপমানের। ১৯৪৮ সালের নাকাব দিবসে ইসরাইল ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করে দেয় যে আগ্রাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর বিরাট সমর্থন ছিল। খবর- পার্সটুডের
এ সময় গত মে মাসে ইসরাইল সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনের সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকা-ের বিচারের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাশা করে মাহমুদ আব্বাস বলেন, আবু আকলে ফিলিস্তিনি নাগরিক ছিলেন তবে তিনি আমেরিকারও নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। আমি আশা করব আমেরিকার একজন নাগরিককে হত্যা করার পেছনে যারা দায়ী তাদের বিচার করবে আমেরিকা। কিন্তু আমেরিকা তা করবে না তার কারণ হচ্ছে হত্যা করেছে ইসরাইলিরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসরাইল শান্তিতে বিশ্বাস করে না : মাহমুদ আব্বাস

আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

পার্সটুডে : ইসরাইল শান্তিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের লাগাতার হত্যা নির্যাতনের কথা তুলে ধরেন। মাহমুদ আব্বাস বলেন, ইসরাইল আমাদের ভূমি দখলের জন্য উন্মত্ত অভিযান চালাচ্ছে, তারা ফিলিস্তিনি ভূখ-ে অবৈধ বসতি স্থাপন করছে, আমাদের সম্পদকে তারা লুটপাট করার চেষ্টা করছে যেন এটি জনমানবহীন ভূখ-। তিনি এক কোটি ৪০ লাখ ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছেন যাদের বাবা এবং পূর্বপুরুষেরা ৭৪ বছর আগে নাকাবা দিবসের করুণ পরিণতি বরণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ এখনো সেই নাকাবা দিবসের করুণ পরিণতি বয়ে চলেছে যা পুরো মানবতার জন্য লজ্জা ও অপমানের। ১৯৪৮ সালের নাকাব দিবসে ইসরাইল ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করে দেয় যে আগ্রাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর বিরাট সমর্থন ছিল। খবর- পার্সটুডের
এ সময় গত মে মাসে ইসরাইল সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনের সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকা-ের বিচারের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাশা করে মাহমুদ আব্বাস বলেন, আবু আকলে ফিলিস্তিনি নাগরিক ছিলেন তবে তিনি আমেরিকারও নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। আমি আশা করব আমেরিকার একজন নাগরিককে হত্যা করার পেছনে যারা দায়ী তাদের বিচার করবে আমেরিকা। কিন্তু আমেরিকা তা করবে না তার কারণ হচ্ছে হত্যা করেছে ইসরাইলিরা।