ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ইসরাইলের আয়রন ডোমের জন্য এক বিলিয়ন ডলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ০৯:১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত ১ বিলিয়ন ডলার অনুমোদন করেছে। এটি নিয়ে কিছুদিন ধরে বিতর্ক চললেও অবশেষে তা অনুমোদন পেয়েছে। এদিন আইনপ্রণেতারা ৪২০-৯ ভোটে বিলটি পাস করেন। এর মাধ্যমে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি জোরালো হলো। সূত্র: আল জাজিরা।
বিলটি এবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। আশা করা হচ্ছে, সিনেটে সহজেই বিলটি পাস হবে। সিনেটে পাস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলে স্বাক্ষর করলে তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। জো বাইডেন ইতোমধ্যে ইসরাইলের জন্য এই তহবিল সরবরাহের ব্যাপারে সমর্থন করেছেন।
ইসরাইলকে সহায়তা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক হচ্ছে। মার্কিন কংগ্রেসের অনেকেই সহায়তার ব্যাপারে বলছেন, ইসরাইলকে সহায়তা দেয়ার আগে মানবাধিবারের বিষয়ে তাদের অতীত নিয়ে পর্যালোচনা করা উচিত।
ইসরাইল বছরে যুক্তরাষ্ট্র থেকে ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার দেয়া হয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। ২০১৬ সালে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ১০ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন।
গত বছর মার্কিন কংগ্রেস আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নির্দিষ্ট করে ৭৩ মিলিয়ন ডলার অনুমোদন করেছিল।
আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো ধরনের রকেট হামলা প্রতিহত করতে পারে। প্রথম ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি রাফায়েল এটি উদ্ভাবন করে। তারপর থেকে যুক্তরাষ্ট্র এই প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির ব্যাপারে ব্যাপক হারে পৃষ্ঠপোষকতা করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইসরাইলের আয়রন ডোমের জন্য এক বিলিয়ন ডলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৯:১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত ১ বিলিয়ন ডলার অনুমোদন করেছে। এটি নিয়ে কিছুদিন ধরে বিতর্ক চললেও অবশেষে তা অনুমোদন পেয়েছে। এদিন আইনপ্রণেতারা ৪২০-৯ ভোটে বিলটি পাস করেন। এর মাধ্যমে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি জোরালো হলো। সূত্র: আল জাজিরা।
বিলটি এবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। আশা করা হচ্ছে, সিনেটে সহজেই বিলটি পাস হবে। সিনেটে পাস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলে স্বাক্ষর করলে তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। জো বাইডেন ইতোমধ্যে ইসরাইলের জন্য এই তহবিল সরবরাহের ব্যাপারে সমর্থন করেছেন।
ইসরাইলকে সহায়তা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক হচ্ছে। মার্কিন কংগ্রেসের অনেকেই সহায়তার ব্যাপারে বলছেন, ইসরাইলকে সহায়তা দেয়ার আগে মানবাধিবারের বিষয়ে তাদের অতীত নিয়ে পর্যালোচনা করা উচিত।
ইসরাইল বছরে যুক্তরাষ্ট্র থেকে ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার দেয়া হয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। ২০১৬ সালে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ১০ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন।
গত বছর মার্কিন কংগ্রেস আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নির্দিষ্ট করে ৭৩ মিলিয়ন ডলার অনুমোদন করেছিল।
আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো ধরনের রকেট হামলা প্রতিহত করতে পারে। প্রথম ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি রাফায়েল এটি উদ্ভাবন করে। তারপর থেকে যুক্তরাষ্ট্র এই প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির ব্যাপারে ব্যাপক হারে পৃষ্ঠপোষকতা করছে।