ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪০ জন ফিলিস্তিনি আহত

  • আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভের সময় ইসরাইলের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। গত শুক্রবার বেইতা গ্রামে এই ঘটনা ঘটে। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, এই ঘটনায় তাদের দুজন সৈন্য আহত হয়েছেন। সূত্র, আল জাজিরা।
ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে ফিলিস্তিনিরা নিয়মিত বিক্ষোভ করে আসছে। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ‘ন্যাবুলাসের দক্ষিণে গিভাত এভিয়াটার বসতি এলাকায় একটি বিক্ষোভ হয়েছে। শত শত ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। দাঙ্গা ছত্রভঙ্গ করার উপায় ব্যবহার করে তা মোকাবেলা করা হয়েছে। দুজন ইসরাইলি সেনা সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।’
প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট বলেছে, এই সংঘর্ষে ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ৯ জন লাইভ ফায়ারে আহত হয়েছে। ৩৬ জন রাবার বুলেটে আহত হয়েছে। ৮৭ জন টিয়ার গ্যাসে আহত হয়েছে।
ইহুদি বসতি স্থাপনকারীরা গত মে মাসে অবৈধ এভিয়াটার বসতি স্থাপন করে। সপ্তাহের মধ্যে তারা বাড়ি নির্মাণ করে। আন্তর্জাতিক ও ইসরাইলি আইন ভঙ্গ করে এই বসতি নির্মাণ করা হয়। ফিলিস্তিনিরা বরাবরই এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।
ইসরাইলের জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে চুক্তি হওয়ার পর গত ২ জুলাই বসতি স্থাপনকারীরা বসতি ছেড়ে চলে যায়। কিন্তু তারা যে অবকাঠামো নির্মাণ করেছিল তা থেকে গেছে। যার নিয়ন্ত্রণে রয়েছে ইসরাইলের সেনাবাহিনী।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মূল্যায়ন করে দেখবেন যে এভিয়াটার এলাকাকে ইসরাইলের আইন অনুযায়ী রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করা যায় কি না? যদি সেটি হয় তাহলে ইসরাইল সেখানে ধর্মীয় স্কুল নির্মাণ করতে পারে।
১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করেছিল ইসরাইল। অধিকৃত পশ্চিম তীরে বর্তমানে ৪ লাখ ৭৫ হাজার ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪০ জন ফিলিস্তিনি আহত

আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভের সময় ইসরাইলের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। গত শুক্রবার বেইতা গ্রামে এই ঘটনা ঘটে। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, এই ঘটনায় তাদের দুজন সৈন্য আহত হয়েছেন। সূত্র, আল জাজিরা।
ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে ফিলিস্তিনিরা নিয়মিত বিক্ষোভ করে আসছে। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ‘ন্যাবুলাসের দক্ষিণে গিভাত এভিয়াটার বসতি এলাকায় একটি বিক্ষোভ হয়েছে। শত শত ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। দাঙ্গা ছত্রভঙ্গ করার উপায় ব্যবহার করে তা মোকাবেলা করা হয়েছে। দুজন ইসরাইলি সেনা সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।’
প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট বলেছে, এই সংঘর্ষে ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ৯ জন লাইভ ফায়ারে আহত হয়েছে। ৩৬ জন রাবার বুলেটে আহত হয়েছে। ৮৭ জন টিয়ার গ্যাসে আহত হয়েছে।
ইহুদি বসতি স্থাপনকারীরা গত মে মাসে অবৈধ এভিয়াটার বসতি স্থাপন করে। সপ্তাহের মধ্যে তারা বাড়ি নির্মাণ করে। আন্তর্জাতিক ও ইসরাইলি আইন ভঙ্গ করে এই বসতি নির্মাণ করা হয়। ফিলিস্তিনিরা বরাবরই এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।
ইসরাইলের জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে চুক্তি হওয়ার পর গত ২ জুলাই বসতি স্থাপনকারীরা বসতি ছেড়ে চলে যায়। কিন্তু তারা যে অবকাঠামো নির্মাণ করেছিল তা থেকে গেছে। যার নিয়ন্ত্রণে রয়েছে ইসরাইলের সেনাবাহিনী।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মূল্যায়ন করে দেখবেন যে এভিয়াটার এলাকাকে ইসরাইলের আইন অনুযায়ী রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করা যায় কি না? যদি সেটি হয় তাহলে ইসরাইল সেখানে ধর্মীয় স্কুল নির্মাণ করতে পারে।
১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করেছিল ইসরাইল। অধিকৃত পশ্চিম তীরে বর্তমানে ৪ লাখ ৭৫ হাজার ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করে।