আন্তর্জাতিক ডেস্ক :অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারম শহরের কাছে ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতেই মারা গেছে নিজেদের আরেক সেনা। পশ্চিম তীরের উত্তর সেক্টরে ফ্রেন্ডলি ফায়ারের এই ঘটনা ঘটেছে। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে যে, নিহত সেনা অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরের সিম জোন এলাকাতে এই হত্যাকা-ের শিকার হয়। তবে কি কারণে এই সেনাকে তারই সহকর্মী গুলি চালিয়েছে তা জানা যায় নি। সোমবার রাতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং আহত সেনাকে দ্রুত কাফ্র সাবা শহরের মেইর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত সেনার পরিবারকে পরে ঘটনাটি জানানো হয়েছে। হত্যাকা-ের বিষয়ে সামরিক বাহিনী তদন্ত শুরু করেছে। পুরো অধিকৃত ফিলিস্তিন নিয়ে যখন প্রচ- উত্তেজনা চলছে এবং গাজার ওপর মাত্রই ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের অবসান ঘটেছে তখন এই ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটলো। প্রাথমিক তদন্তে দেখা গেছে- ওই সেনা কিছু সময়ের জন্য তুলকারম গার্ড পোস্ট থেকে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর সে ফিরে এলে সহকর্মী সেনা তার ওপরে গুলি চালায়। ওই সেনা ইসরাইলি সেনার গুলিতে নিহত হলেও হামলার অজুহাতে ফিলিস্তিনিদের ঘর বাড়িতে তল্লাশি চালানো হয়। এর কিছুক্ষণ পর ইসরাইলি সামরিক বাহিনী ফ্রেন্ডলি ফায়ারের ঘোষণা দেয়।