ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ইলোন মাস্কের বিরুদ্ধে ওপেনএআইয়ের মামলা

  • আপডেট সময় : ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলোন মাস্কের বিরুদ্ধে অসৎ কৌশল অবলম্বনের অভিযোগে মামলা করেছে ওপেনএআই।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলোন মাস্কের বিরুদ্ধে অসৎ কৌশল অবলম্বনের অভিযোগে মামলা করেছে ওপেনএআই। মামলায় দাবি করা হয়, মাস্ক নিজের স্বার্থে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) নিয়ন্ত্রণ নেয়ার জন্য ওপেনএআইয়ের ব্যবসাকে প্রভাবিত করছেন। খবর বিবিসি।
প্রতিবেদন বলছে, গত বছর মাস্ক ওপেনএআইয়ের প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেন। মাস্ক অল্টম্যানের সঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যান।

এক বিবৃতিতে গত সপ্তাহে ওপেনএআই বলে, ‘ইলোন মাস্ক ওপেনএআইকে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছে। তাকে থামাতে আমরা পাল্টা মামলা করেছি।’

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে একজন ফেডারেল বিচারক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬-এর মার্চে এর বিচার শুরুর তারিখ নির্ধারণ করেন।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক ইয়ভন গঞ্জালেজ রজার্স এর আগে মাস্কের একটি নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন, যেখানে তিনি অস্থায়ীভাবে ওপেনএআইকে অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর বন্ধ করতে চেয়েছিলেন।
মাস্ক অভিযোগ করেন, ওপেনএআই মানবতার কল্যাণে এআই বিকাশের অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে তার লক্ষ্য থেকে সরে এসেছে, ফলে চুক্তির লঙ্ঘন হয়েছে।

কার্নেগি মেলন ইউনিভার্সিটির ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ের অধ্যাপক অ্যারি লাইটম্যান বলেন, “এটি নিয়ন্ত্রণ ও আয় নিয়ে মূলত একজন ব্যক্তির দাবি, ‘আমি এ স্টার্টআপের নিয়ন্ত্রণ চাই।” তিনি জানান, নিরাপদ ও সবার জন্য সমান সুযোগের এআই উন্নয়ন এখন এসব ক্ষমতা ও মুনাফাকেন্দ্রিক দ্বন্দ্বে চাপা পড়ে যাচ্ছে।
ইলোন মাস্কের কোম্পানি এক্সএআই ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী হলেও এখনো পিছিয়ে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে গত মাসে এক্সএআই কিনে নেয় মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মাস্ক আকস্মিকভাবে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে ওপেনএআই কেনার প্রস্তাব দেন। এ প্রস্তাব প্রত্যাখান করে জবাবে স্যাম অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা টুইটার কিনে নেব ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

ইলোন মাস্কের বিরুদ্ধে ওপেনএআইয়ের মামলা

আপডেট সময় : ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলোন মাস্কের বিরুদ্ধে অসৎ কৌশল অবলম্বনের অভিযোগে মামলা করেছে ওপেনএআই।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলোন মাস্কের বিরুদ্ধে অসৎ কৌশল অবলম্বনের অভিযোগে মামলা করেছে ওপেনএআই। মামলায় দাবি করা হয়, মাস্ক নিজের স্বার্থে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) নিয়ন্ত্রণ নেয়ার জন্য ওপেনএআইয়ের ব্যবসাকে প্রভাবিত করছেন। খবর বিবিসি।
প্রতিবেদন বলছে, গত বছর মাস্ক ওপেনএআইয়ের প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেন। মাস্ক অল্টম্যানের সঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যান।

এক বিবৃতিতে গত সপ্তাহে ওপেনএআই বলে, ‘ইলোন মাস্ক ওপেনএআইকে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছে। তাকে থামাতে আমরা পাল্টা মামলা করেছি।’

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে একজন ফেডারেল বিচারক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬-এর মার্চে এর বিচার শুরুর তারিখ নির্ধারণ করেন।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক ইয়ভন গঞ্জালেজ রজার্স এর আগে মাস্কের একটি নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন, যেখানে তিনি অস্থায়ীভাবে ওপেনএআইকে অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর বন্ধ করতে চেয়েছিলেন।
মাস্ক অভিযোগ করেন, ওপেনএআই মানবতার কল্যাণে এআই বিকাশের অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে তার লক্ষ্য থেকে সরে এসেছে, ফলে চুক্তির লঙ্ঘন হয়েছে।

কার্নেগি মেলন ইউনিভার্সিটির ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ের অধ্যাপক অ্যারি লাইটম্যান বলেন, “এটি নিয়ন্ত্রণ ও আয় নিয়ে মূলত একজন ব্যক্তির দাবি, ‘আমি এ স্টার্টআপের নিয়ন্ত্রণ চাই।” তিনি জানান, নিরাপদ ও সবার জন্য সমান সুযোগের এআই উন্নয়ন এখন এসব ক্ষমতা ও মুনাফাকেন্দ্রিক দ্বন্দ্বে চাপা পড়ে যাচ্ছে।
ইলোন মাস্কের কোম্পানি এক্সএআই ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী হলেও এখনো পিছিয়ে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে গত মাসে এক্সএআই কিনে নেয় মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মাস্ক আকস্মিকভাবে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে ওপেনএআই কেনার প্রস্তাব দেন। এ প্রস্তাব প্রত্যাখান করে জবাবে স্যাম অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা টুইটার কিনে নেব ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে।’