পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে ইলিশ কিনতে গিয়ে নৌ পুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (১৩ অক্টোবর) এ রিপোর্টি লেখা পর্যন্ত ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।
নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি। স্থানীয় বড়ডালিমা ব্রিজ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার সুযোগে কম দামে কিনতে রাসেল খান প্রতিবেশী রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় অভিযানে থাকা নৌ পুলিশের একটি স্পিডবোট তাদের ধাওয়া করে। ধাওয়া থেকে বাঁচতে গিয়ে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দেন রাসেল খান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ডুবুরি আব্দুল্লাহ ও ইমরান বলেন, সাধারণত এক কিলোমিটারের মধ্যে নিখোঁজের লাশ পাওয়া যায়। তবে তেঁতুলিয়া নদীর স্রোত অনেক বেশি হওয়ায় তিন-চার কিলোমিটারের মধ্যে থাকতে পারে। আমাদের উদ্ধার কাজ এখনো চলছে।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন বলেন, রাসেল খানকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের সব ইউনিটকে অবহিত করা হয়েছে। আমাদের টিম এখনো টহলে আছে। এছাড়া পারিবারিকভাবে আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি চলছে।
এসি/আপ্র/১৩/১০/২০২৫