ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

ইলাশনের ‘প্রি-ফাল্গুন অ্যান্ড ভ্যালেন্টাইনস কার্নিভাল’

  • আপডেট সময় : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক: আসন্ন ফাল্গুন ও ভালোবাসা দিবস সামনে রেখে মেলার আয়োজন করে ইলেশন ইভেন্ট সলিউশনস। ৯ ও ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বনানীর রয়াল পার্ক রেসিডেন্স হোটেলে চলে এই মেলা। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘প্রি-ফাল্গুন অ্যান্ড ভ্যালেন্টাইনস কার্নিভাল’।

ছোট পরিসরে হলেও এই মেলায় অনেক সুপরিচিত প্রতিষ্ঠান অংশ নেয়। একই সঙ্গে অনেক নতুন উদ্যোক্তাও নিজেদের উদ্যোগ নেন। পরিশ্রমী আর সৎ উদ্যোক্তাদের এক ছাদের নিচে নিয়ে আসতেই ইলেশনের এই উদ্যোগ।

আয়োজন সম্পর্কে ইলেশনের স্বত্বাধিকার ফারিয়া শাওরীন বলেন, ‘গতানুগতিক এক্সিবিশনগুলো থেকে ইলেশন একটু ভিন্ন আয়োজন করেছে এবার। শুধু ক্রয়-বিক্রয় নয়; মেলায় আগত অতিথিরা যেন একটা সুন্দর আনন্দঘন সময় কাটাতে পারেন, এ জন্য কেনাকাটার পাশাপাশি সন্ধ্যা থেকে থাকছে লাইভ মিউজিকের আয়োজন। সেখানে নতুনপুরোনো শিল্পীরা গানে গানে সবাইকে মাতিয়ে রাখবেন।’ আর গান শুনতে শুনতে অতিথিদের সময় কাটানোর জন্য থাকছে ফুড ফেস্টিভ্যাল; যেখানে তারা পাবেন অত্যন্ত হাইজেনিক পরিবেশে ঘরোয়া রন্ধনশীল্পিদের তৈরি করা অনেক রকমের মজার শীতের পিঠা, স্ন্যাকস, কেক, ফুচকা, জুস ইত্যাদি। অনলাইনে যারা খাবার নিয়ে কাজ করেছেন তাদের কয়েকজনই নিজেদের রান্নার দক্ষতা দেখাতে এখানে অংশগ্রহণ করেছেন।

মেলায় এসবের পাশাপাশি ছিল মেহেদি কর্নার। তা থেকে ফাল্গুনের সাজের পূর্ব প্রস্তুতি হিসেবে আগত অতিথিরা হাত রাঙিয়ে নেন। আরও থাকবে ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স থিমের সুন্দর দুটো ফটোবুথ; যেখানে ছবি তুলে দেন ‘স্টুডিও ১৯’-এর স্বনামধন্য ফটোগ্রাফাররা।
কেন এই মেলাজানতে চাইলে ফারিয়া বলেন, ‘বর্তমানে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে। ঢাকায় সুস্থ ও নিরাপদ পরিবেশে বিশেষ দিনে ঘোরাঘুরির জায়গাও অনেক কম। এসব দিক মাথায় রেখেই এই মেলার আয়োজন। আমাদের লক্ষ্য যেন এই মেলা থেকে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই লাভবান হন এবং একটা স্মৃতিময় দিন কাটাতে পারেন।’

মেলায় কী কী ছিল বিষয়ে ফারিয়া জানান- শাড়ি, কামিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন পোশাক, ছেলেদের পোশাক, হাতে বানানো গয়না, চুড়ি, ইম্পোর্টের গয়না, খেলনা, গেজেটস, খাবার-দাবার, হ্যান্ডিক্রাফট ও প্রি-অর্ডারের কিছু আইটেমসহ অনেক পণ্য ছিল মেলায়। অতিথিরা কম সময়েই নিজের পছন্দের সব জিনিস কেনেন এখান থেকে।

মেলা নিয়ে আশাবাদ ব্যক্ত করে ফারিয়া বলেন, ‘আমি মূলত এই প্ল্যাটফর্মটিকে ক্রেতা-বিক্রেতার বিশ্বস্ত একটি জায়গা হিসেবে দাঁড় করাতে চাই। ফেসবুকের রিচ কম থাকায় অনেকের ব্যবসা থমকে গেছে। অন্যদিকে অনলাইনে কেনাকাটা করে অনেক ক্রেতাই প্রতারিত হচ্ছেন। এই দুটো সমস্যার সমাধান করতে চাই ইলেশন প্ল্যাটফর্মের মাধ্যমে। এখানকার বিক্রেতারা যেমন বিশ্বস্ত, ক্রেতাও ভীষণ রুচিসম্মত। সব মিলিয়ে এই অনলাইন মেলা সবার উপস্থিতিতে আনন্দমুখর হয়েছে আশা করছি।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

ইলাশনের ‘প্রি-ফাল্গুন অ্যান্ড ভ্যালেন্টাইনস কার্নিভাল’

আপডেট সময় : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

লাইফস্টাইল ডেস্ক: আসন্ন ফাল্গুন ও ভালোবাসা দিবস সামনে রেখে মেলার আয়োজন করে ইলেশন ইভেন্ট সলিউশনস। ৯ ও ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বনানীর রয়াল পার্ক রেসিডেন্স হোটেলে চলে এই মেলা। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘প্রি-ফাল্গুন অ্যান্ড ভ্যালেন্টাইনস কার্নিভাল’।

ছোট পরিসরে হলেও এই মেলায় অনেক সুপরিচিত প্রতিষ্ঠান অংশ নেয়। একই সঙ্গে অনেক নতুন উদ্যোক্তাও নিজেদের উদ্যোগ নেন। পরিশ্রমী আর সৎ উদ্যোক্তাদের এক ছাদের নিচে নিয়ে আসতেই ইলেশনের এই উদ্যোগ।

আয়োজন সম্পর্কে ইলেশনের স্বত্বাধিকার ফারিয়া শাওরীন বলেন, ‘গতানুগতিক এক্সিবিশনগুলো থেকে ইলেশন একটু ভিন্ন আয়োজন করেছে এবার। শুধু ক্রয়-বিক্রয় নয়; মেলায় আগত অতিথিরা যেন একটা সুন্দর আনন্দঘন সময় কাটাতে পারেন, এ জন্য কেনাকাটার পাশাপাশি সন্ধ্যা থেকে থাকছে লাইভ মিউজিকের আয়োজন। সেখানে নতুনপুরোনো শিল্পীরা গানে গানে সবাইকে মাতিয়ে রাখবেন।’ আর গান শুনতে শুনতে অতিথিদের সময় কাটানোর জন্য থাকছে ফুড ফেস্টিভ্যাল; যেখানে তারা পাবেন অত্যন্ত হাইজেনিক পরিবেশে ঘরোয়া রন্ধনশীল্পিদের তৈরি করা অনেক রকমের মজার শীতের পিঠা, স্ন্যাকস, কেক, ফুচকা, জুস ইত্যাদি। অনলাইনে যারা খাবার নিয়ে কাজ করেছেন তাদের কয়েকজনই নিজেদের রান্নার দক্ষতা দেখাতে এখানে অংশগ্রহণ করেছেন।

মেলায় এসবের পাশাপাশি ছিল মেহেদি কর্নার। তা থেকে ফাল্গুনের সাজের পূর্ব প্রস্তুতি হিসেবে আগত অতিথিরা হাত রাঙিয়ে নেন। আরও থাকবে ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স থিমের সুন্দর দুটো ফটোবুথ; যেখানে ছবি তুলে দেন ‘স্টুডিও ১৯’-এর স্বনামধন্য ফটোগ্রাফাররা।
কেন এই মেলাজানতে চাইলে ফারিয়া বলেন, ‘বর্তমানে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে। ঢাকায় সুস্থ ও নিরাপদ পরিবেশে বিশেষ দিনে ঘোরাঘুরির জায়গাও অনেক কম। এসব দিক মাথায় রেখেই এই মেলার আয়োজন। আমাদের লক্ষ্য যেন এই মেলা থেকে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই লাভবান হন এবং একটা স্মৃতিময় দিন কাটাতে পারেন।’

মেলায় কী কী ছিল বিষয়ে ফারিয়া জানান- শাড়ি, কামিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন পোশাক, ছেলেদের পোশাক, হাতে বানানো গয়না, চুড়ি, ইম্পোর্টের গয়না, খেলনা, গেজেটস, খাবার-দাবার, হ্যান্ডিক্রাফট ও প্রি-অর্ডারের কিছু আইটেমসহ অনেক পণ্য ছিল মেলায়। অতিথিরা কম সময়েই নিজের পছন্দের সব জিনিস কেনেন এখান থেকে।

মেলা নিয়ে আশাবাদ ব্যক্ত করে ফারিয়া বলেন, ‘আমি মূলত এই প্ল্যাটফর্মটিকে ক্রেতা-বিক্রেতার বিশ্বস্ত একটি জায়গা হিসেবে দাঁড় করাতে চাই। ফেসবুকের রিচ কম থাকায় অনেকের ব্যবসা থমকে গেছে। অন্যদিকে অনলাইনে কেনাকাটা করে অনেক ক্রেতাই প্রতারিত হচ্ছেন। এই দুটো সমস্যার সমাধান করতে চাই ইলেশন প্ল্যাটফর্মের মাধ্যমে। এখানকার বিক্রেতারা যেমন বিশ্বস্ত, ক্রেতাও ভীষণ রুচিসম্মত। সব মিলিয়ে এই অনলাইন মেলা সবার উপস্থিতিতে আনন্দমুখর হয়েছে আশা করছি।’