ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ইলন মাস্ককে পরিস্থিতি দেখে যেতে বললেন ক্ষুব্ধ জেলেনস্কি

  • আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ অবসানে যে প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার আবারও সমালোচনা করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি মাস্ককে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। টুইটারের মালিক ইলন মাস্ক গত অক্টোবরে প্রস্তাব করেন, ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট পুনরায় আয়োজন করা। ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়াসহ কয়েকটি বিষয়ে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে টুইটারে বিতর্কের জন্ম দেন তিনি। দ্য নিউ ইয়র্ক টাইমসের আয়োজিত বুধবারের এক অনুষ্ঠানে জেলেনস্কি ইলন মাস্কের প্রস্তাবের প্রসঙ্গে বলেন, তার ইউক্রেনে আসা উচিত। আপনি যদি বুঝতে চান রাশিয়া এখানে কী করেছে, তাহলে আসুন এবং দেখে যান। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের পরিস্থিতি নিজ চোখে দেখার পর আপনি আমাকে বলবেন কিভাবে এই যুদ্ধ শেষ করা যায়, কে শুরু করেছিল এবং কখন শেষ করা যেতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। যা এখনও অব্যাহত আছে। এই যুদ্ধে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের বহু ঘরবাড়ি ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দিয়েছে মস্কো। সূত্র: এএফপি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইলন মাস্ককে পরিস্থিতি দেখে যেতে বললেন ক্ষুব্ধ জেলেনস্কি

আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ অবসানে যে প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার আবারও সমালোচনা করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি মাস্ককে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। টুইটারের মালিক ইলন মাস্ক গত অক্টোবরে প্রস্তাব করেন, ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট পুনরায় আয়োজন করা। ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়াসহ কয়েকটি বিষয়ে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে টুইটারে বিতর্কের জন্ম দেন তিনি। দ্য নিউ ইয়র্ক টাইমসের আয়োজিত বুধবারের এক অনুষ্ঠানে জেলেনস্কি ইলন মাস্কের প্রস্তাবের প্রসঙ্গে বলেন, তার ইউক্রেনে আসা উচিত। আপনি যদি বুঝতে চান রাশিয়া এখানে কী করেছে, তাহলে আসুন এবং দেখে যান। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের পরিস্থিতি নিজ চোখে দেখার পর আপনি আমাকে বলবেন কিভাবে এই যুদ্ধ শেষ করা যায়, কে শুরু করেছিল এবং কখন শেষ করা যেতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। যা এখনও অব্যাহত আছে। এই যুদ্ধে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের বহু ঘরবাড়ি ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দিয়েছে মস্কো। সূত্র: এএফপি