আন্তর্জাতিক ডেস্ক : টুইটারের মালিক ইলন মাস্কের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি তাঁকে সতর্ক করেছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ছয় খ্যাতনামা সাংবাদিকের বিরুদ্ধে তাঁর পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ এনে তাঁদের টুইটার থেকে বাদ দেন মাস্ক। এরপর গতকাল শুক্রবার তাঁর কড়া সমালোচনা করে জাতিসংঘ ও ইইউ।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কোনো ধরনের সতর্ক করা ছাড়াই সিএনএন, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমটি থেকে বাদ দেওয়া হয়। গত ২৭ অক্টোবর মাস্ক কোম্পানিটির দায়িত্ব নেওয়ার পর এ ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। ইইউ কমিশনার ভেরা জোরোভা এক টুইটে বলেন, ‘টুইটার থেকে সাংবাদিকদের স্বেচ্ছাচারী কায়দায় বাদ দেওয়ার খবর উদ্বেগজনক।’ইউরোপীয় আইনে সামাজিক যোগাযোগমাধ্যমটিকে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ইইউ কমিশনার বলেন, ‘ইলন মাস্কের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। চূড়ান্ত সীমা আছে; এবং নিষেধাজ্ঞাও, খুব শিগগির।’ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, এটি এই সময়ে বিপজ্জনক নজির, যখন সারা বিশ্বে সাংবাদিকেরা সেন্সরশিপ, শারীরিক হুমকিসহ আরও খারাপ পরিস্থিতি মোকাবিলা করছেন।