ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ইরান থেকে দেশে ফিরলেন আরো ৩২ জন

  • আপডেট সময় : ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে সেখানে আটকেপড়া আরো ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইরান থেকে বাংলাদেশিদের ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভোরে ২২ জন এবং সকালে ১০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তাদের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফিরতে আগ্রহী ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন। তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

ইরান থেকে দেশে ফিরলেন আরো ৩২ জন

আপডেট সময় : ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে সেখানে আটকেপড়া আরো ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইরান থেকে বাংলাদেশিদের ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভোরে ২২ জন এবং সকালে ১০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তাদের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফিরতে আগ্রহী ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন। তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।