আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের সঙ্গে কিউবার সম্পর্ক হচ্ছে কৌশলগত এবং এই সম্পর্ক সর্বক্ষেত্রে বাড়ানো প্রয়োজন। এজন্য দুই দেশের মধ্যে যে সমস্ত সক্ষমতা রয়েছে সেগুলোকে যথাযথভাবে কাজে লাগানো উচিত। তিনি বলেন- বাণিজ্য, অর্থনৈতিক, কৃষি, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা বিশেষভাবে বিস্তার ঘটানো দরকার। এছাড়া, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও দু দেশের মধ্যকার ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ককে বিবেচনায় নেয়া যেতে পারে। তেহরান সফররত কিউবার উপপ্রধানমন্ত্রী রিকার্ডো ক্যাবরিসাসের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট রায়িসি এসব কথা বলেন। এসময় তিনি করোনাভাইরাসের মহামারী মোকাবেলার ক্ষেত্রে দু দেশের সফল সহযোগিতার কথা উল্লেখ করেন। ইরান এবং মার্কিন অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০২১ সালে দু দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে একটি চুক্তিতে সই করে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, দুই দেশের অভ্যন্তরীণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইরান এবং কিউবা বিভিন্ন কৌশলগত পণ্যের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। এছাড়া, মধ্য ও দীর্ঘমেয়াদি যেসব প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়নের মধ্যদিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক এমন উচ্চতায় নেয়া সম্ভব যেখান থেকে লাতিন আমেরিকার দেশগুলোতে সহযোগিতায় ছড়িয়ে পড়তে পারে।#