ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ইরান-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের বাণিজ্য বেড়েছে ৭৩ শতাংশ

  • আপডেট সময় : ০১:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) মধ্যে চলতি বছরের আট মাসে তিনশ ৬২ কোটিরও বেশি বাণিজ্য মূল্য বেড়েছে। গত ২১ মার্চ থেকে ২১ নভেম্বর পর্যন্ত হিসাব করে গত বছরের তুলনায় ৭৩ শতাংশ টার্গেট নিবন্ধন করেছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনের (আইআরআইসিএ) মুখপাত্র এক ঘোষণায় জানিয়েছেন এ তথ্য। রুহুল্লাহ লতিফি জানান, ইরান-ইএইইউর মধ্যে ৮ দশমিক ৫৬৬ মিলিয়ন টন পণ্যের বাণিজ্যিক লেনদেন হয়েছে। প্রতিবছর এটি ৪২ শতাংশ করে বাড়ছে। ইরানের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান ১ দশমিক ৮৩৯ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে, যার বাজারমূল্য ৭৬৩ দশমিক ৬৩৯ মিলিয়ন ডলার। বাজারমূল্য ১৮ শতাংশ বেড়েছে। তবে ওজন একই ছিল।
ইরান নিষেধাজ্ঞার মধ্যে পণ্য আমদানি করেছে ৬ দশমিক ৭২৬ মিলিয়ন টন যার বাজারমূল্য ২ দশমিক ৮৬২ বিলিয়ন ডলার। এর মূল্য বেড়েছে ৯৮ শতাংশ এবং ওজন বেড়েছে ৬৬ শতাংশ গত বছরের তুলনায়। ইরান ও ইএইইউর মধ্যে ২০১৮ সালের অক্টোবরে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়। অঞ্চলভেদে এই চুক্তির আওতায় আনা হয় ৮৬২টি পণ্য। এরপর ২০১৮ সালের ১৭ মে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে সেই বাস্তবায়ন শুরু হয়।
ইরানের বাজার খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া, বেলারুশ আর্মেনিয়া, কাজাখিস্তান ও কিরগিস্তানের এই জোটের কাছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে এই দেশগুলোতে তেল ছাড়া অন্য পণ্য রপ্তানিতে জোর দেয় ইরান। ফলে ইরান ও এই ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। ঠিক একই বছর ২০১৮ সালে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের অর্থনীতি ধস নামা শুরু হয়। পরিস্থিতি সামলাতে পূর্বমুখী অর্থনৈতিক নীতি গ্রহণ করে ইরান এবং প্রতিবেশী ও এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত মার্চে চীনের সঙ্গেও ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে ইরান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইরান-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের বাণিজ্য বেড়েছে ৭৩ শতাংশ

আপডেট সময় : ০১:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) মধ্যে চলতি বছরের আট মাসে তিনশ ৬২ কোটিরও বেশি বাণিজ্য মূল্য বেড়েছে। গত ২১ মার্চ থেকে ২১ নভেম্বর পর্যন্ত হিসাব করে গত বছরের তুলনায় ৭৩ শতাংশ টার্গেট নিবন্ধন করেছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনের (আইআরআইসিএ) মুখপাত্র এক ঘোষণায় জানিয়েছেন এ তথ্য। রুহুল্লাহ লতিফি জানান, ইরান-ইএইইউর মধ্যে ৮ দশমিক ৫৬৬ মিলিয়ন টন পণ্যের বাণিজ্যিক লেনদেন হয়েছে। প্রতিবছর এটি ৪২ শতাংশ করে বাড়ছে। ইরানের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান ১ দশমিক ৮৩৯ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে, যার বাজারমূল্য ৭৬৩ দশমিক ৬৩৯ মিলিয়ন ডলার। বাজারমূল্য ১৮ শতাংশ বেড়েছে। তবে ওজন একই ছিল।
ইরান নিষেধাজ্ঞার মধ্যে পণ্য আমদানি করেছে ৬ দশমিক ৭২৬ মিলিয়ন টন যার বাজারমূল্য ২ দশমিক ৮৬২ বিলিয়ন ডলার। এর মূল্য বেড়েছে ৯৮ শতাংশ এবং ওজন বেড়েছে ৬৬ শতাংশ গত বছরের তুলনায়। ইরান ও ইএইইউর মধ্যে ২০১৮ সালের অক্টোবরে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়। অঞ্চলভেদে এই চুক্তির আওতায় আনা হয় ৮৬২টি পণ্য। এরপর ২০১৮ সালের ১৭ মে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে সেই বাস্তবায়ন শুরু হয়।
ইরানের বাজার খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া, বেলারুশ আর্মেনিয়া, কাজাখিস্তান ও কিরগিস্তানের এই জোটের কাছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে এই দেশগুলোতে তেল ছাড়া অন্য পণ্য রপ্তানিতে জোর দেয় ইরান। ফলে ইরান ও এই ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। ঠিক একই বছর ২০১৮ সালে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের অর্থনীতি ধস নামা শুরু হয়। পরিস্থিতি সামলাতে পূর্বমুখী অর্থনৈতিক নীতি গ্রহণ করে ইরান এবং প্রতিবেশী ও এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত মার্চে চীনের সঙ্গেও ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে ইরান।