ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ইরানে শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

  • আপডেট সময় : ০৯:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নার্গিস মোহাম্মাদি -ছবি রয়টার্স

প্রত্যাশা ডেস্ক: ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে শুক্রবার মারধর করার পর গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকরা। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে এই আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

মাশহাদ শহরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মাদি। সেখানেই তাকেসহ অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন। নার্গিস ফাউন্ডেশন নার্গিস মোহাম্মদিসহ তার সঙ্গে গ্রেফতার হওয়া অন্যান্য মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। তবে ইরান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তার কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

দুই দশক ধরে বেশিরভাগ সময়ই তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। শিগগিরিই আবার তাকে কারাগারে নেওয়ার ফিরিয়ে নেওয়ার কথা ছিল। নার্গিসির স্বামী তাগি রাহমানি বিবিসি পারসিয়ানকে বলেন, তারা নার্গিসিকে সহিংসভাবে গ্রেফতার করে। আইনজীবীর ভাই এই গ্রেফতারের ঘটনা প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড মানবাধিকার আইন পরিপন্থি এবং এক ধরনের প্রতিশোধের নামান্তর।
সানা/আপ্র/১৩/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে শুক্রবার মারধর করার পর গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকরা। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে এই আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

মাশহাদ শহরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মাদি। সেখানেই তাকেসহ অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন। নার্গিস ফাউন্ডেশন নার্গিস মোহাম্মদিসহ তার সঙ্গে গ্রেফতার হওয়া অন্যান্য মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। তবে ইরান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তার কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

দুই দশক ধরে বেশিরভাগ সময়ই তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। শিগগিরিই আবার তাকে কারাগারে নেওয়ার ফিরিয়ে নেওয়ার কথা ছিল। নার্গিসির স্বামী তাগি রাহমানি বিবিসি পারসিয়ানকে বলেন, তারা নার্গিসিকে সহিংসভাবে গ্রেফতার করে। আইনজীবীর ভাই এই গ্রেফতারের ঘটনা প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড মানবাধিকার আইন পরিপন্থি এবং এক ধরনের প্রতিশোধের নামান্তর।
সানা/আপ্র/১৩/১২/২০২৫