রয়টার্স : ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ভারী বর্ষণের কারণে বন্যা দেখা দিয়েছে। বন্যায় প্রদেশটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি রয়টার্সকে বলেন, ইস্তাহবানের সোলতান শাহবাজ গ্রামের কাছে ভারী বৃষ্টির কারণে রোদবাল বাঁধ থেকে বন্যা হয়েছে। তিনি আরো জানান, বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে, ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। ইস্তাহবান ফরস প্রদেশের রাজধানী শহর শিরাজ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।


























