ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ইরানে এক বছরে ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট সময় : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ২০২৪ সালে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুইটি মানবাধিকার সংগঠন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, সাম্প্রতিককালে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপকভাবে বেড়েছে। নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও ফরাসি গ্রুপ ইসিপিএম জানিয়েছে, ২০০৮ সালে আইএইচআর ইরানে মৃত্যুদণ্ড রেকর্ড করা শুরু করার পর থেকে এক বছরে এই সংখ্যাটি সর্বোচ্চ। ২০২৩ সালে দেশটিতে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়।

যদিও এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, ২০২৪ সালে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো বড় অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চীনের পর ইরানই প্রতিবছর সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের হিসাব পাওয়া যায় না। লকার তুর্ক জানান, ইরানে ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ডের খবর পেয়েছে জাতিসংঘ। যার মধ্যে শুধু ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি। ২০২২ সালে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যু কেন্দ্র ইরানে ব্যাপক বিক্ষোভ হয়, যা দেশটিতে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভ। ইরানের বাধ্যতামূলক পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটকের পর পুলিশি হেফাজতে মারা যান ওই তরুণী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইরানে এক বছরে ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ২০২৪ সালে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুইটি মানবাধিকার সংগঠন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, সাম্প্রতিককালে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপকভাবে বেড়েছে। নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও ফরাসি গ্রুপ ইসিপিএম জানিয়েছে, ২০০৮ সালে আইএইচআর ইরানে মৃত্যুদণ্ড রেকর্ড করা শুরু করার পর থেকে এক বছরে এই সংখ্যাটি সর্বোচ্চ। ২০২৩ সালে দেশটিতে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়।

যদিও এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, ২০২৪ সালে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো বড় অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চীনের পর ইরানই প্রতিবছর সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের হিসাব পাওয়া যায় না। লকার তুর্ক জানান, ইরানে ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ডের খবর পেয়েছে জাতিসংঘ। যার মধ্যে শুধু ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি। ২০২২ সালে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যু কেন্দ্র ইরানে ব্যাপক বিক্ষোভ হয়, যা দেশটিতে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভ। ইরানের বাধ্যতামূলক পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটকের পর পুলিশি হেফাজতে মারা যান ওই তরুণী।