ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ইরানে একদিনে ৩ নারীর ফাঁসি কার্যকর

  • আপডেট সময় : ০২:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

এনডিটিভি : নিজ স্বামীদের হত্যার দায়ে ইরানে একদিনে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। একটি এনজিও শুক্রবার (২৯ জুলাই) এমন তথ্য জানিয়েছে। নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস জানায়, ইরানে একদিনে যে তিন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- দেয়া হয়েছে সবাই স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ২৫ বছর বয়সী এক নারী রয়েছেন। ১০ বছর আগে যাকে ১৫ বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। বুধবার (২৭ জুলাই) সোহেইলিয়া আবাদী নামে ওই নারীকে ফাঁসি দেওয়া হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১০ বছর ধরেই কারাবন্দি ছিলেন আবাদী। এছাড়া একই ধরনের অভিযোগ আরও দুই নারীকে ফাঁসি দেওয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে ৩২ নারী-পুরুষের ফাঁসি কার্যকর করল দেশটি।
যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নতুন বিল পাস
আল জাজিরা
কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ‘অ্যাসল্ট ওয়েপন’ বা স্বয়ংক্রিয় রাইফেলের বহনে নিষেধাজ্ঞা নিয়ে নতুন বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ। দেশটি সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি গোলাগুলির ঘটনার প্রতিক্রিয়ায় নতুন এই পাস করা হয়েছে বলে আল জাজিরা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার ৪৩৫ সদস্যের পার্লামেন্টে ২১৭টি ভোটে বিলটি পাস হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে এই বিলটির বিপক্ষে ভোট দেন ৫ জন ডেমোক্র্যাট সদস্য।
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বিলটিকে ‘দেশে বন্দুক সহিংসতার ভয়াবহ মহামারির বিরুদ্ধে আমাদের চলমান লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। এর ফলে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রি, আমদানি, উৎপাদন বা বহন নিষিদ্ধ হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিকই এই ব্যাপারে একমত।
মাঙ্কিপক্স, সান ফ্রান্সিসকো-নিউ ইয়র্কে জরুরি অবস্থা
সিএনএন
যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে মাঙ্কিপক্স। এ পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্ক রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়। সিএনএন জানায়, সান ফ্রান্সিসকোর শহরের ২৬১ মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে ক্যালিফোর্নিয়া রাজ্যের ৭৯৯ জন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।
নিউ ইয়র্কে ১ হাজার ২৪৭ জনের শরীরে ভাইরাস জনিত এ রোগটি শনাক্ত করা গেছে। নিউ ইয়র্ক রাজ্যের স্বাস্থ্য কমিশনার ম্যারি টি বাসেট ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে উল্লেখ করে এটিকে জনস্বাস্থ্যে আসন্ন হুমকি বলে মন্তব্য করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শনিবার মাক্সিপক্সকে বিশ্বের জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে। এরপরই যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
আফ্রিকার বাইরে মাংকিপক্সে ব্রাজিলে প্রথম মৃত্যু
বিদেশের খবর ডেস্ক
আফ্রিকার বাইরে মাংকিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার (২৯ জুলাই) ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ বলেছে, দেশটিতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একইদিন ইউরোপের মধ্যেও মাংকিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে স্পেন। ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি গত বৃহস্পতিবার বেলো হরিজন্তে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত প্রায় এক হাজার মাংকিপক্সে রোগী শনাক্ত করেছে। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সাও পাওলো ও রিও ডি জেনিরোতে। গত ১০ জুন ইউরোপফেরত এক ব্যক্তির শরীরে প্রথম মাংকিপক্স ভাইরাস খুঁজে পায় ব্রাজিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইরানে একদিনে ৩ নারীর ফাঁসি কার্যকর

আপডেট সময় : ০২:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

এনডিটিভি : নিজ স্বামীদের হত্যার দায়ে ইরানে একদিনে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। একটি এনজিও শুক্রবার (২৯ জুলাই) এমন তথ্য জানিয়েছে। নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস জানায়, ইরানে একদিনে যে তিন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- দেয়া হয়েছে সবাই স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ২৫ বছর বয়সী এক নারী রয়েছেন। ১০ বছর আগে যাকে ১৫ বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। বুধবার (২৭ জুলাই) সোহেইলিয়া আবাদী নামে ওই নারীকে ফাঁসি দেওয়া হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১০ বছর ধরেই কারাবন্দি ছিলেন আবাদী। এছাড়া একই ধরনের অভিযোগ আরও দুই নারীকে ফাঁসি দেওয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে ৩২ নারী-পুরুষের ফাঁসি কার্যকর করল দেশটি।
যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নতুন বিল পাস
আল জাজিরা
কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ‘অ্যাসল্ট ওয়েপন’ বা স্বয়ংক্রিয় রাইফেলের বহনে নিষেধাজ্ঞা নিয়ে নতুন বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ। দেশটি সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি গোলাগুলির ঘটনার প্রতিক্রিয়ায় নতুন এই পাস করা হয়েছে বলে আল জাজিরা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার ৪৩৫ সদস্যের পার্লামেন্টে ২১৭টি ভোটে বিলটি পাস হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে এই বিলটির বিপক্ষে ভোট দেন ৫ জন ডেমোক্র্যাট সদস্য।
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বিলটিকে ‘দেশে বন্দুক সহিংসতার ভয়াবহ মহামারির বিরুদ্ধে আমাদের চলমান লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। এর ফলে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রি, আমদানি, উৎপাদন বা বহন নিষিদ্ধ হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিকই এই ব্যাপারে একমত।
মাঙ্কিপক্স, সান ফ্রান্সিসকো-নিউ ইয়র্কে জরুরি অবস্থা
সিএনএন
যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে মাঙ্কিপক্স। এ পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্ক রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়। সিএনএন জানায়, সান ফ্রান্সিসকোর শহরের ২৬১ মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে ক্যালিফোর্নিয়া রাজ্যের ৭৯৯ জন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।
নিউ ইয়র্কে ১ হাজার ২৪৭ জনের শরীরে ভাইরাস জনিত এ রোগটি শনাক্ত করা গেছে। নিউ ইয়র্ক রাজ্যের স্বাস্থ্য কমিশনার ম্যারি টি বাসেট ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে উল্লেখ করে এটিকে জনস্বাস্থ্যে আসন্ন হুমকি বলে মন্তব্য করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শনিবার মাক্সিপক্সকে বিশ্বের জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে। এরপরই যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
আফ্রিকার বাইরে মাংকিপক্সে ব্রাজিলে প্রথম মৃত্যু
বিদেশের খবর ডেস্ক
আফ্রিকার বাইরে মাংকিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার (২৯ জুলাই) ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ বলেছে, দেশটিতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একইদিন ইউরোপের মধ্যেও মাংকিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে স্পেন। ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি গত বৃহস্পতিবার বেলো হরিজন্তে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত প্রায় এক হাজার মাংকিপক্সে রোগী শনাক্ত করেছে। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সাও পাওলো ও রিও ডি জেনিরোতে। গত ১০ জুন ইউরোপফেরত এক ব্যক্তির শরীরে প্রথম মাংকিপক্স ভাইরাস খুঁজে পায় ব্রাজিল।